Advertisement
Advertisement

Breaking News

Niger

নাইজারে সেনা অভ্যুত্থান, রক্ষীদের হাতেই আটক প্রেসিডেন্ট, পুড়ল সংবিধান

নাইজারে গৃহযুদ্ধের আশঙ্কা।

‘Coup attempt’ in Niger: Here’s what we know so far | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:July 27, 2023 8:43 am
  • Updated:July 27, 2023 8:43 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সেনা অভ্যুত্থান। রাজধানী নিয়ামেতে নিজের প্রাসাদে রক্ষীদের হাতেই আটক প্রেসিডেন্ট মহম্মদ বাজুম। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার প্রেসিডেন্সিয়াল প্যালেসে দেশটির প্রেসিডেন্ট বাজুমকে আটক করে তাঁরই রক্ষীদল (প্রেসিডেন্সিয়াল গার্ড)। তারপরই নাইজারের সরকারি টেলিভিশন চ্যানেলে অভ্যুত্থানের কথা ঘোষণা করে তারা। সেনা জানিয়েছে, প্রেসিডেন্ট বাজুমকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দেশজুড়ে জারি করা হয়েছে কারফিউ।পুড়িয়ে ফেলা হয়েছে সংবিধান। এছাড়া, সকল প্রতিষ্ঠান এবং সীমান্ত বন্ধ করে দিয়েছে সেনা।

Advertisement

এদিন অভ্যুত্থান ঘোষণা করে নাইজার সেনার কর্নেল আমাদু আবদরামান জানান, দেশের সীমান্ত সিল করা হয়েছে এবং দেশজুড়ে কারফিউ জারি হয়েছে। তাঁর কথায়, “দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং অপশাসন বেড়ে যাওয়ায় নাইজারের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট মহম্মদ বাজুমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।” শুধু তাই নয়, নাইজারে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে, প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, রক্ষীরা অর্থহীন গণতন্ত্রবিরোধী কাজ করছে। প্রেসিডেন্টের পরিবার সদস্যদের প্রাসাদেই রাখা হয়েছে।

[আরও পড়ুন: এখনও ‘নিখোঁজ’ কিং গ্যাং, রহস্যের আবহেই নতুন বিদেশমন্ত্রী নিয়োগ করল চিন]

এই ঘটনার তীব্র নিন্দা করেছে আফ্রিকান ইউনিয়ন ও আমেরিকা। দ্রুত প্রেসিডেন্ট মহম্মদ বাজুমকে মুক্তির দাবি জানিয়েছে তারা। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও বলেছেন, প্রেসিডেন্ট বাজুমের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং তাঁকে পূর্ণ সমর্থন জানিয়েছে রাষ্ট্রসংঘ। এদিকে বাজুমপন্থী সেনারা নাকি বিদ্রোহীদের অর্থাৎ প্রেসিডেন্সিয়াল গার্ডের বিরুদ্ধে অভিযান শুরু করবে। ফলে দেশটিতে গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। 

[আরও পড়ুন: উচ্চশিক্ষার জন্য শিকাগোয় পাড়ি দেওয়া ভারতীয় তরুণীর দিন কাটছে রাস্তায় ! জয়শংকরের দ্বারস্থ পরিবার]

উল্লেখ্য, ২০২১ সালের মার্চ মাসে নাইজারে সামরিক অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা হয়েছিল। ওই সময় প্রেসিডেন্ট বাজুমের শপথ নেওয়ার কয়েকদিন আগে দেশটির সামরিক বাহিনীর একটি ইউনিট প্রেসিডেন্ট প্রাসাদ দখলের চেষ্টা করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement