Advertisement
Advertisement

হোয়াইট হাউস কার দখলে? গণনায় চোখ গোটা বিশ্বের

হিলারির প্রতিই আস্থা রাখে মার্কিন মুলুক, নাকি চমকে দেন ট্রাম্প এখন সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব৷

Counting has begun in big states in the US
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 9, 2016 8:58 am
  • Updated:November 9, 2016 9:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিলারি নাকি ট্রাম্প – এই প্রশ্নে গত কয়েক মাস ধরেই আলোড়িত হয়েছে গোটা বিশ্ব৷ এই মুহূর্তে চলছে সেই মহাযুদ্ধের গণনা৷ আর সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব৷

এই মুহূর্তে মোটামুটি আটটি প্রদেশ দখলের ইঙ্গিত হিলারি ক্লিনটনের৷ কানেকটিকট, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, নিউ জার্সির মতো প্রদেশগুলি ক্লিনচিট দিয়েছে হিলারিকেই৷ অন্যদিকে ভার্জিনিয়া, নর্থ ক্যারোলিনা, লুইসিয়ানাতে এগিয়ে আছেন ট্রাম্প৷ মিসিসিপিতেও জয়লাভ করেছেন তিনি৷ তবে সবার নজর ফ্লোরিডার মতো গুরুত্বপূর্ণ প্রদেশের দিকে৷ সেখানে ডেমোক্র্যাট প্রার্থীর থেকে খানিকটা হলেও এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প৷ ফ্লোরিডার পরই নজর থাকবে পেনসিলভিনিয়ার দিকে৷ বলা যায়, এই গুরুত্বপূর্ণ প্রদেশগুলি যাঁর দখলে যাবে মোটামুটি মসনদ দখল কার্যত নিরঙ্কুশই হবে তাঁর৷

Advertisement

গণনার ট্রেন্ড অনুযায়ী, মার্কিন মুলুকের দক্ষিণ ও মধ্য ভাগের সংরক্ষণশীল প্রদেশগুলিতে বাজিমাত করছেন ট্রাম্প৷ অন্যদিকে মধ্যভাগের কিছু প্রদেশ-সহ পূর্ব মুলুকে আধিপত্য বেশি হিলারিরই৷ দেখা যাচ্ছে, জনগণের আবেগ হিলারির সঙ্গে থাকলেও ভোটের অঙ্কে অনেক ক্ষেত্রেই এগিয়ে আছেন ট্রাম্প৷ তাই হিলারির প্রতিই আস্থা রাখে মার্কিন মুলুক, নাকি চমকে দেন ট্রাম্প এখন সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement