সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর মাথাব্যথা বাড়িয়েই চলেছে উত্তর কোরিয়া৷ পিয়ংইয়ংয়ের সঙ্গে যে কোনও মুহূর্তে চরম সংঘাতে যেতে পারে ওয়াশিংটন, হুঁশিয়ারি ট্রাম্পের৷ তবে আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার দ্বন্দ্বের জন্য এই মুহূর্তে গোটা বিশ্বে যে ডামাডোল তৈরি হয়েছে, সেটা শান্তিপূর্ণভাবেই মেটাতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷
নিজের দফতরে ১০০ দিন কাটানোর পর এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, মার্কিন-সহ আন্তর্জাতিক মহলের সমস্ত চাপ উপেক্ষা করে উত্তর কোরিয়া যেভাবে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেই চলেছে তাতে তিনি উদ্বিগ্ন৷ গত ১৫ এপ্রিল পিয়ংইয়ং তাদের সেনাবহরের শক্তি প্রদর্শন করেছে৷ কিম ইল সাংয়ের ১০৫ তম জন্মবার্ষিকীতে রাজধানীর রাস্তায় বিশাল কুচকাওয়াজের আয়োজন করেন উত্তর কোরিয়ার যুদ্ধবাজ নেতা কিম জং উন৷
পাল্টা ওয়াশিংটন জানিয়েছে, চলতি সপ্তাহেই দক্ষিণ কোরিয়ার উপকূলে পৌঁছে যাবে মার্কিন বিমানবাহী সুবিশাল রণতরী ইউএসএস কার্ল ভিনসন৷ উত্তর কোরিয়ার হুমকি ও আগ্রাসনের মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর সঙ্গে যৌথ নৌ মহড়া চালাবে কার্ল ভিনসনে মোতায়েন কয়েক হাজার মার্কিন মেরিন৷ উত্তেজনা বাড়তেই দক্ষিণ কোরিয়ার উপকূলে পৌঁছে গিয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে বোঝাই একটি অত্যাধুনিক মার্কিন সাবমেরিন৷ এটি পরমাণু শক্তিচালিত৷
There is a chance that we could end up having a major, major conflict with North Korea, absolutely says US President Donald Trump pic.twitter.com/dAHtNo0P7y
— ANI (@ANI_news) April 28, 2017
সম্প্রতি মার্কিন হামলা রুখতে কামান দেগে যুদ্ধের চূড়ান্ত মহড়া চালায় উত্তর কোরিয়া৷ উত্তরের চিরশত্রু দক্ষিণ কোরিয়ার ইয়নহাপ সংবাদসংস্থা জানিয়েছে, নিজেদের সামরিক বাহিনীর ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সর্বকালের বৃহত্তম’ যুদ্ধ মহড়া চালিয়েছে উত্তর কোরিয়ার লালফৌজ৷ তবে গোটা দুনিয়ার কড়া নজর ছিল, ফের পিয়ংইয়ং কোনও পরমাণু বোমা বা হাইড্রোজেন বোমা বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় কি না৷ কিন্তু সামরিক বাহিনীর প্রতিষ্ঠা দিবসে সেরকম কোনও ঘটনা ঘটেনি বলে দাবি করেছে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ৷
সূত্রের খবর, উত্তর কোরিয়া তাদের পূর্ব বন্দর শহর ওনসান ও পশ্চিমের উপকূল বরাবর দুটি সামরিক এলাকায় কয়েক শো হাউইৎজার কামান, অ্যান্টি-এয়ারক্র্যাফট গান, দূরপাল্লার কামান, শতাধিক ভারী ট্যাঙ্ক, বাজুকা, মেশিগান নিয়ে ব্যাপক যুদ্ধ মহড়া চালিয়েছে৷ একসঙ্গে দুটি-তিনটি জায়গায় নজিরবিহীনভাবে এই মহড়া চলে৷ সম্ভাব্য মার্কিন হামলা রুখতেই ‘প্রথাগত অস্ত্রশস্ত্র’ নিয়ে এই মহড়া যুদ্ধের চূড়ান্ত মহড়া বলে বর্ণনা করেছে সে দেশের কমিউনিস্ট সরকার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.