সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিশ্বের ত্রাস হয়ে উঠতে চলেছে অতিমারী! ফের আসছে করোনা? যার উৎপত্তিস্থল আবারও সেই চিন! কোভিডের (COVID-19) আঁতুড়ঘর চিনে ফের নতুন করে আটটি ভাইরাসের সন্ধান মিলেছে। চিনা বিজ্ঞানীদের দাবি, এর আগে কোনওদিন এমন ধরনের ভাইরাসের অস্তিত্ব টের পাননি তাঁরা। এই ভাইরাসগুলির মধ্যে একটি কোভিড-১৯’এর সমতুল সার্স-কোভ-২ (SARS-Cov-2) জীবাণু। চার বছর আগে চিনার ইউহান (Wuhan) প্রদেশে করোনার প্রথম খোঁজ মিলেছিল। এবার চিনের হাইনান দ্বীপে নতুন ভাইরাসের উপস্থিতির হদিশ মিলেছে।
বিজ্ঞানীদের আশঙ্কা, এই ভাইরাসগুলি মানবদেহে সংক্রমিত হওয়ার সম্ভাবনা খুব বেশি। বাদুড় (Bat) থেকে সংক্রমিত কোভিড-১৯ বিশ্বে অতিমারী পরিস্থিতি তৈরি করেছিল। মৃত্যু হয় কয়েক লক্ষ মানুষের। সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক ধাক্কার রেশ সামলে উঠতে শুরু করেছে বিশ্বের মানুষ। কিন্তু তার মধ্যেই নতুন করে এই ভাইরাসের হদিশ মেলায় উদ্বেগ বাড়ছে। তবে মানবশরীরে (Human Body) এর কতটা প্রভাব পড়বে, তা নিয়ে গবেষণা এখনও চলছে।
চিনা (China) সরকারের তৎপরতায় হাইনান দ্বীপের ৬৮২টি বিভিন্ন প্রজাতির ইঁদুরের মলদ্বার এবং লালা সংগ্রহ করে এই ভাইরাসগুলির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। উল্লেখ্য মূল চিন ভূখণ্ডের বাইরে অবস্থিত এই দ্বীপে ৯০ লক্ষ মানুষ বসবাস করেন। ফলে মানবদেহে ছড়ালে তা কয়েক মাসের মধ্যে ফের ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা। তবে তা নিয়ে এখনও গবেষণা চালাচ্ছেন চিনের জীবাণু বিশেষজ্ঞরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.