সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আটকানো যাচ্ছে না করোনার সংক্রমণ। বিশ্বে রোজই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। রবিবার বিশ্বে মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। যার মধ্যেই ইটালিতেই সর্বাধিক। ১০ হাজারেরও বেশি মানুষ সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। বিশ্বে ৬ লক্ষ ৭২ হাজারের বেশি মানুষ এই মারণ ভাইরাসের কবলে। বিশ্বের ১৭৫টি তাণ্ডব চালাচ্ছে এই মারণ জীবাণু। তবে আশার আলো, সুস্থ হয়ে উঠেছেন প্রায় দেড় লক্ষ মানুষ।
মৃত্যু মিছিলে ইটালি এগিয়ে থাকলেও আক্রান্তের সংখ্যায় বিশেবর সব দেশকে টেক্কা দিয়েছে আমেরিকা। সেখানে ১ লক্ষর বেশি মানুষ আক্রান্ত। সেই তুলনায় মৃত্যুর হার কম। প্রায় দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। দেশের বিজনেস হাব নিউ ইয়র্কেই মারা গিয়েছেন ৬৫০ জন মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের এপিসেন্টার হয়ে উঠেছে নিউ ইয়র্ক। আক্রান্ত হয়েছেন প্রায় ৪৬,২৬২ জন। আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে নিউ জার্সি। প্রায় ৮,৮২৫ জন নিউ জার্সিতে করোনা ভাইরাসে আক্রান্ত। বিশ্বের অন্যান্য দেশগুলির মতোই করোনা ভাইরাসের প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও।
এদিকে, ভারতের পড়শি দেশ শ্রীলঙ্কায় প্রথম কোনও মৃত্যু হল করোনার জেরে। ৬৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস অনিল জয়সিংঘে। দেশের দ্বিতীয় করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন ওই বৃদ্ধ। আক্রান্ত ব্যক্তি আবার ইটালির পর্যটকদের সংস্পর্শে এসেছিলেন। এখনও পর্যন্ত দ্বীপরাষ্ট্রে ১১৫ জন আক্রান্ত। প্রথম কোনও মৃত্যু হল সেখানে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.