স্টাফ রিপোর্টার: বাতাসে স্বচ্ছন্দে উড়ে বেড়ায় করোনা ভাইরাস (CoronaVirus)। অন্তত ৩২টি দেশের ২৩৯ গবেষক বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি লিখে এমনটাই দাবি করেছেন। এতদিন পর্যন্ত WHO সরকারিভাবে দাবি করছিল, করোনা বাতাসে ছড়ায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেই অবস্থানকে চ্যালেঞ্জ জানালেন ওই গবেষকরা। তাঁরা বলছেন, করোনা ভাইরাস বদ্ধ জায়গায় ৬ ফুট পর্যন্ত ভেসে বেড়াতে পারে। সুতরাং বাতাসে থেকে এর সংক্রমণ ছড়ানোর সম্ভাবনাও প্রবল।
ওই গবেষকদলের বক্তব্য, স্কুল, রেস্টুরেন্ট, ক্যাসিনো বা মার্কেটের মতো জায়গা, যেখানে বাইরের হাওয়া সহজে ঢুকতে পারে না, সেইসব বদ্ধ জায়গা খুব সহজেই নোভেল করোনা ভাইরাস সংক্রমিত করতে পারে। মূলত আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি থেকে ভাইরাস (COVID-19) সুস্থ ব্যক্তিকে সংক্রমিত করতে পারে।বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে লেখা গবেষকদের এই চিঠি প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু হয়েছে বৈজ্ঞানিক মহলে।
গত ২ জুলাই ‘সংবাদ প্রতিদিন’-এ একই খবর প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছিল, “বাতাসে সহজেই ভেসে বেড়াতে পারে করোনা ভাইরাস।’’ নোভেল করোনা ভাইরাসের এই সংক্রমণ ঠেকাতে ত্রিস্তরীয় মাস্ক অবশ্যই পরতে হবে। মাস্কের ভিতরের দিকে কাপড়ের আস্তরণ থাকতে হবে। যাতে ভাইরাস সহজে সুস্থ ব্যক্তিকে আক্রান্ত করতে না পারে। বিভিন্ন দেশের গবেষকরাও এই মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহারের উপরই গুরুত্ব দিয়েছেন। বস্তুত,০.৫ মাইক্রনের কম আয়তনের ভাইরাস বাতাসে অন্তত ছয় ফুট উড়ে যেতে পারে।
গবেষক-চিকিৎসকদের বক্তব্য, স্কুল, রেস্টুরেন্ট বা বদ্ধ অফিস ঘরের জানালা খুলে রাখতে হবে। যাতে সহজেই বাতাস বইতে পারে। দরকার হলে অতিবেগুনি রশ্মি প্রয়োগ করে মারণ করোনা ভাইরাস দমন করা যেতে পারে। গবেষকদের আরও পর্যবেক্ষণ অধিকাংশ বাড়িতে যথেষ্ট বাতাস চলাচলের ব্যবস্থা থাকে না, তাই সংক্রমণও ক্রমশ বাড়ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.