সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধ্বংসের মুখে বিশ্বের সবচেয়ে বড় প্রবাল দ্বীপ৷ অস্ট্রেলিয়ার গ্রেট বেরিয়ার রিফের অন্তত দুই তৃতীয়াংশ ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে বলে সাম্প্রতিকতম রিপোর্টে জানাচ্ছেন কুইন্সল্যান্ডের সমুদ্রবিজ্ঞানীর দল৷ বিজ্ঞানী অ্যান্ড্রু বেয়ার্ডের কথায়, ‘গ্রেট বেরিয়ার রিফের অন্তত ৯০ শতাংশ ধ্বংস হয়ে গেছে গত কয়েক বছরে৷’ জানা যাচ্ছে, ২০১৬-১৭ থেকে এবছরের মধ্যেই এতটা নষ্ট হয়ে গিয়েছে প্রবাল প্রাচীর৷ প্রাথমিক কারণ হিসেবে সমুদ্রের জলের তাপমাত্রা বৃদ্ধিকে দায়ী করা হলেও, সাম্প্রতিক গবেষণায় আরও বেশ কয়েকটি কারণ উঠে এসেছে৷
অস্ট্রেলিয়ার গ্রেট বেরিয়ার রিফ বিশ্বের সবচেয়ে বড় জলচর জীবের বাসস্থান৷ সর্ববৃহৎ জীববৈচিত্র্যের জায়গা হিসেবে ইউনেস্কো স্বীকৃত৷ মূলত নানা রঙের প্রবালের জন্য সমুদ্রতলের সৌন্দর্য বৃদ্ধি করে৷ যা বিশ্ববাসীর কাছে চূড়ান্ত আকর্ষণের৷ প্রতি বছর প্রবালের সৌন্দর্য দেখতে গ্রেট বেরিয়ার রিফে ছুটে যান হাজার হাজার পর্যটক৷ ডুবুরির পোশাকে পরে জলের নিচে নেমে রং, বেরঙের প্রবালদর্শন জীবনের এক অভিজ্ঞতা বটে৷ কিন্তু সেই সৌন্দর্যই এবার বিলুপ্তির পথে৷ সমুদ্রের গভীরের প্রবালের দেওয়াল ঘেঁষা জায়গা ক্রমশ ক্ষয়ে যাচ্ছে৷ টানা কয়েক বছরের গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন, বিশ্ব উষ্ণায়ণের প্রভাব পড়েছে প্রবাল জগতে৷ যার জন্য সামুদ্রিক জীবের মৃত্যু ঘটছে সময়ের আগেই৷ সেসব মৃত প্রবালের স্তূপের মাঝে পড়ে সদ্যোজাতদের জীবনধারণ সমস্যার হয়ে দাঁড়াচ্ছে৷ জলের প্রকৃতি পরিবর্তন হওয়ায় নিজেদের অভিযোজিত করে নিতে গিয়ে একাধিক প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ জলজ জীবজগৎ৷
অধ্যাপক বেয়ার্ড বিষয়টি আরও ভালভাবে বিশ্লেষণ করে জানাচ্ছেন, ‘ছোট প্রবালরা রিফ থেকে কিছুটা দূর যাতায়াত করতে পারে৷ তাই তারা কিছুটা নিরাপদে গিয়ে বাঁচার চেষ্টা করে৷ কিন্তু পরিণত জীবরা তেমনটা করে উঠতে পারে না৷ ফলে সময়ের আগেই তাদের মৃত্যু অবশ্যম্ভাবী হয়ে উঠছে৷’ বেয়ার্ডের কথায়, ‘একটা কারণ নিয়ে আমরা নিশ্চিত৷ কুইন্সল্যান্ডের কাছে সমুদ্রের জলে নানারকম দ্রবণ মিশছে৷ সেটা সমুদ্রের জলের প্রকৃতি বদলের যত না ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, তার চেয়ে বেশি প্রভাব ফেলছে বিশ্ব উষ্ণায়ণের ফলে সমুদ্রের জলের উষ্ণতাবৃদ্ধি৷’ নেচার পত্রিকায় প্রকাশিত এই গবেষণায় আরও ইঙ্গিত, এমনটা চলতে থাকলে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে উধাও হয়ে যাবে অস্ট্রেলিয়ার বিখ্যাত গ্রেট বেরিয়ার রিফের প্রবাল জগৎ৷ বিলুপ্ত হয়ে যাবে বিশ্বের বৃহত্তম জলজ জীববৈচিত্র্যের নিদর্শন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.