Advertisement
Advertisement

গুলশন হামলায় রাজীব গান্ধী-সহ আটজনের বিরুদ্ধে চার্জশিট দায়ের  

পলাতক দুই অভিযুক্ত।

Cops file chargesheet in Dhaka terror attack
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 23, 2018 8:06 pm
  • Updated:July 23, 2018 8:06 pm  

সুকুমার সরকার, ঢাকা: দু’বছর পর গুলশন জঙ্গি হামলাত মামলায় চার্জশিট দায়ের করল পুলিশ। অভিযোগপত্রে নাম রয়েছে আট অভিযুক্তের। তাদের মধ্যে ছ’জনকে কারাগারে থাকলেও বাকি দুই অভিযুক্ত পলাতক। তাদের খোঁজ চলছে।

[রাহুলই ‘ঘৃণার সওদাগর’, আলোয়ার প্রসঙ্গে একযোগে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীদের]

Advertisement

ঢাকার অভিজাত গুলশন এলাকায় জঙ্গি হামলায় জড়িত ২১ জনকে শনাক্ত করেছিল পুলিশ। তাদের মধ্যে ১৩ জন অভিযুক্ত বিভিন্ন সংঘর্ষে নিহত হয়। তাই অভিযোগপত্রে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। সোমবার সকালে চার্জশিট পেশ করার কথা জানান পুলিশের ‘কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট’-এর প্রধান মনিরুল ইসলাম। কারাগারে থাকা ছয় অভিযুক্তর নাম- জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র‌্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান এবং হাদিসুর রহমান সাগর। এখনও পলাতক শহিদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপন।  

২০১৬ সালের ১ জুলাই রাজধানী ঢাকার অভিজাত গুলশনের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জেহাদিরা। হত্যা করা হয় ১৭ বিদেশি-সহ ২০ জনকে। ওই হামলায় দুই পুলিশকর্মীও নিহত হন। রাতভর চলা অভিযানের শেষে ২ জুলাই সকালে জঙ্গিদের নিকেশ করে সেনার কমান্ডোরা। সংঘর্ষে নিকেশ হয় নব্য জেএমবির পাঁচ সদস্য। বাংলাদেশে অশান্তি ছড়ানোর উদ্দশ্যেই এই হামলা চালানো হয়েছিল। তবে জেহাদিদের চক্রান্ত ভেস্তে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নির্দেশে দেশজুড়ে একের পর এক জঙ্গিদমন অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। ফলে এক প্রকার কোণঠাসা জঙ্গি সংগঠনগুলি।        

    [শক্তিশালী চিনা সাবমেরিন বাহিনীর মোকাবিলায় ‘অক্ষম’ ভারত, উদ্বেগে দিল্লি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement