Advertisement
Advertisement

Breaking News

UK

AI-এর অপব্যবহার! কেট মিডলটনের ছবি ঘিরে কাঠগড়ায় ব্রিটিশ রাজপরিবারই

এনিয়ে যথেষ্ট তোলপাড় পড়েছে ব্রিটেনে। রাজপরিবারকেই দুষছেন অনেকে।

Controversy begins over Kate Middleton's latest pic by UK royals, people accuse this is AI generated
Published by: Sucheta Sengupta
  • Posted:March 11, 2024 12:59 pm
  • Updated:March 11, 2024 1:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের (AI) ‘কুকীর্তি’ এবার ব্রিটিশ রাজপরিবারে! ওই প্রযুক্তি ব্যবহার করে রাজপ্রাসাদের তরফেই নাকি রাজবধূ কেট মিডলটন (Kate Middleton) ও তাঁর তিন সন্তানের ছবি প্রকাশ হয়েছে। খ্যাতনামা একাধিক আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশিত সেসব ছবি ঘিরে শোরগোল। এর পরই ছবিগুলি তুলে নিতে বাধ্য হয়েছে সংস্থাগুলি। বলা হচ্ছে, ওই ছবি আসল নয়, AI-এর কারসাজি। রাজপরিবারই সেই ছবি সংস্থাগুলির হাতে তুলে দিয়েছিল বলে অভিযোগ। এনিয়ে যথেষ্ট তোলপাড় পড়েছে ব্রিটেনে (UK)। রাজপরিবারকেই দুষছেন অনেকে।

ঘটনা ঠিক কী? কীভাবেই বা প্রকাশ্যে এল বিষয়টি? ১০ তারিখ ব্রিটেনে মাতৃদিবস পালন (Mother’s Day) করা হয়। সেই উপলক্ষে রবিবার কেনসিংটন প্যালেস থেকে কেট মিডলটন ও তিন সন্তান – জর্জ, শার্লট, লুইসের ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে মাকে ‘হ্যাপি মাদার্স ডে’র শুভেচ্ছা জানিয়েছে ছেলেমেয়েরা। মাস দুয়েক আগেই অস্ত্রোপচার সেরে বাড়ি ফিরেছেন কেট। আপাতত বিশ্রামে রয়েছেন। তাই মায়ের প্রতি বাচ্চাদের একটু বেশি নজর। মাকে কতটা ভালোবেসে আগলে রাখে তারা, তা বোঝাতেই ওই ছবি বলে মনে করছেন অনেকে। কিন্তু সেই ছবিতেই ধরা পড়ল কারচুপি!

[আরও পড়ুন: মুখ পোড়ার ভয়? ব্রিগেডে পালটা সভা চায় না বিজেপি]

কেট ও তিন সন্তানের ওই ছবিটি একাধিক বিখ্যাত পত্রিকায় ছাপা হয়েছে। আর তার পর থেকেই বিতর্কের সূত্রপাত। সূত্রের খবর, ছবি খুঁটিয়ে দেখলে দুটি ত্রুটি চোখে পড়ে। প্রথমত কেটের আঙুলে ‘এনগেজমেন্ট রিং’ (Engagement Ring) নেই, যা একেবারেই অপ্রত্যাশিত। দ্বিতীয়ত, রাজকুমারী শার্লটের বাঁ হাতে অসামঞ্জস্য রয়েছে। তার পরনের সোয়েটারের সঙ্গে হাতের কোনও মিল নেই। আর এসব নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। বলা হচ্ছে, রাজপরিবার আসল ছবি দেয়নি। AI ছবি বানিয়ে তা প্রকাশ্যে আনা হয়েছে। যদি তা না হয়, তাহলে রাজবধূর অঙ্গুরীয় কীভাবে উধাও হয়ে গেল? যদিও এসব বিতর্কের মাঝে এখনও পর্যন্ত রা কাড়েনি কেনসিংটন প্যালেস। কোনও মন্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি তাদের তরফে।

[আরও পড়ুন: দাম্পত্যে ছেদ টেনে রাজনৈতিক লড়াইয়ে মুখোমুখি, বিষ্ণুপুরে সৌমিত্রর বিরুদ্ধে প্রার্থী সুজাতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement