Advertisement
Advertisement
Biden

ফের ‘অসংলগ্ন’ বাইডেন, প্রোটোকল ভেঙে রাজা চার্লসের পিঠে হাত! ভিডিও ভাইরাল

'এলোমেলো' বাইডেনকে পথ দেখিয়ে নিয়ে যান চার্লসই।

'Confused' Joe Biden escorted by King Charles across lawn। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 11, 2023 2:16 pm
  • Updated:July 11, 2023 2:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর স্মৃতিলোপ ও অসলগ্ন আচরণ নিয়ে সাম্প্রতিক সময়ে বারবার কথা উঠেছে। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে প্রেসিডেন্ট সুনাক বলে বিতর্কে জড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। তাঁকে ভাষণের শেষে ‘গড সেভ দ্য কুইন’ বলতেও শোনা গিয়েছিল। এবার কোনও ভুল কথা নয়, ‘অসংলগ্ন’ আচরণ করতে দেখা গেল তাঁকে। ব্রিটিশ সেনার সামনে দাঁড়িয়ে তিনি কিছুটা এলোমেলো আচরণ করছিলেন। এমনকী রাজ পরিবারের প্রোটোকল ভেঙে রাজা চার্লসকে স্পর্শ করতেও দেখা যায় তাঁকে।

ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। ঠিক কী দেখা যাচ্ছে তাতে? আসলে গত রবিবারই ব্রিটেনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট। চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে তিনি আসতে পারেননি। কিন্তু এবার তিনি উপস্থিত হয়েছেন ব্রিটেনে। আর সেখানেই লনে সেনার সামনে দাঁড়িয়ে কার্যতই খেই হারিয়ে ফেলেছিলেন বাইডেন। তাঁকে বেশ কিছুটা সময় এক সেনার সঙ্গে কথা বলতে দেখা যায়। শেষে চার্লস এসে তাঁকে পথ দেখিয়ে নিয়ে যান। এরপরই চার্লসের পিঠে হাতও রাখতে দেখা যায় বাইডেনকে! তবে বাকিংহাম প্যালেসের তরফে অবশ্য বলা হচ্ছে, বাইডেনের এহেন আচরণে চার্লস মোটেই আস্বাচ্ছন্দ্য বোধ করেননি। উল্লেখ্য, ভাইরাল ভিডিওয় বাইডেনের খেই হারিয়ে ফেলা অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

Advertisement

[আরও পড়ুন: মোদির স্বপ্ন-প্রকল্পের সূচনাতেই সমাধি, ভারতে দেড় লক্ষ কোটির লগ্নি বাতিল ফক্সকনের!]

সম্প্রতি প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে ভারত মহাসাগর (Indian Ocean) পর্যন্ত দীর্ঘ রেললাইন বানাবার প্রতিশ্রুতি দিয়েও সকলের হাসির খোরাক হয়ে উঠতে দেখা গিয়েছে বাইডেনকে। ২০২৪ অর্থাৎ আগামী বছরই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল ইতিমধ্যেই অশীতিপর বাইডেনের বিরুদ্ধে স্মৃতিভ্রষ্ট হওয়ার অভিযোগ তুলেছে। এর মধ্যেই ফের অসংলগ্ন আচরণ করতে দেখা গেল তাঁকে।

[আরও পড়ুন: ‘যত মত তত পথ’ নিয়ে বিদ্রুপ! এইচজি অমোঘ লীলা প্রভুজিকে নিষিদ্ধ করল ইসকন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement