Advertisement
Advertisement

Breaking News

ভারত-ইজরায়েল নয়া বন্ধুত্বে উদ্বেগের ছায়া পাকিস্তানে

পাকিস্তানের নজরে মোদির ইজরায়েল সফর।

‘Concerned’ Pakistan monitoring PM Modi’s Israel tour: Report
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 6, 2017 9:10 am
  • Updated:July 6, 2017 9:10 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইজরায়েল সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিভিন্ন বিষয়ে চুক্তি স্বাক্ষর করাই শুধু নয়, সন্ত্রাসবাদ ও প্রতিক্রিয়াশীল শক্তিকে রুখতে হাতে হাত মিলিয়ে কাজ করার অঙ্গীকারও করেছে দু’দেশ। আর তাতেই প্রমাদ গুনছে পাকিস্তান। ইসলামাবাদের আশঙ্কা, মোদির এই ইজরায়েল সফরের ফলে দক্ষিণ এশিয়ায় কৌশলগত স্থিতাবস্থায় বড়সড় বদল আসতে পারে। তাই সরকারিভাবে এ বিষয়ে মুখ না খুললেও, মোদির ইজরায়েল সফরের ওপর নজর রাখছে পাকিস্তান। পাক সংবাদমাধ্যম সূত্রে এমনই খবর মিলেছে।

[সিকিমের ‘স্বাধীনতা’ চেয়ে আরও বেপরোয়া চিনা সংবাদমাধ্যম]

Advertisement

তিন দিনের সফরে বুধবার ইজরায়েলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রটোকল ভেঙে তেল আভিভের বিমানবন্দরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মোদিকে বরণ করে নেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।  ভারত ও ইজরায়েলের মধ্যে মহাকাশ গবেষণা, কৃষি, জল সংরক্ষণ-সহ সাতটি বিষয়ে চুক্তি হয়েছে। সন্ত্রাসবাদ ইস্যুতে আন্তর্জাতিক মঞ্চে ভারতের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, সন্ত্রাসবাদ দমন তাঁদের অগ্রাধিকার। ভারত-ইজরায়েলের এই নয়া বন্ধুত্ব চিন্তা বাড়িয়েছে পাকিস্তানের। পাক সংবাদমাধ্যমের দাবি, ইজরায়েল দীর্ঘদিন ধরেই ভারতকে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করে আসছে। তবে কৌশলগত কারণে এতদিন বিষয়টি গোপন রাখত দুই দেশ। কিন্তু, এখন দ্বিপাক্ষিক সামরিক চুক্তি নিয়ে খোলাখুলি কথা বলছে ভারত ও ইজরায়েল। পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞ লেফটেন্যান্ট জেনারেল আমজাদ শোয়েব বলেন, ইজরায়েলের সঙ্গে সামরিক ও প্রতিরক্ষা সংক্রান্ত সম্পর্কের জেরে দারুণভাবে উপকৃত হয়েছে ভারত। তাঁর দাবি, ইজরায়েলের মাধ্যমেই প্রতিরক্ষা সংক্রান্ত বেশ কিছু অত্যাধুনিক মার্কিন প্রযুক্তিও ব্যবহার করার সুযোগ পেয়েছে ভারত। এই প্রেক্ষাপটে আগামিদিনে ইজরায়েলের প্রত্যক্ষ সহযোগিতায় ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ভারত অনেক এগিয়ে যাবে বলেই আশঙ্কা পাক-প্রতিরক্ষা মহলের।

[ভারত-ইজরায়েলের মধ্যে ৭টি চুক্তি, সন্ত্রাসবাদ দমনে হাতে-হাত]

আন্তর্জাতিক মহলে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে চাপে ফেলতে উঠেপড়ে লেগেছে ভারত। আর এ বিষয়েও ভারতের পাশে দাঁড়িয়েছে ইজরায়েল। পাক সংবাদমাধ্যমের দাবি, মোদির ইজরায়েল সফরকে ঘিরে সন্ত্রাসবাদ নিয়ে ফলাও করে প্রচার চালিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এবং সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানের নাম জুড়ে দেওয়ার চেষ্টা চলছে।

[সন্ত্রাস নয়, মোসে ভারতকে মনে রাখবে বন্ধুত্বের জন্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement