Advertisement
Advertisement

Breaking News

Pahalgam attack

কুমিরের কান্না! পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় উদ্বেগ প্রকাশ পাকিস্তানের

এখনও পর্যন্ত অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে জঙ্গি হামলায়।

Concerned at tourist deaths, extend condolences, Pak reacts to Pahalgam attack

ছবি: পিটিআই

Published by: Biswadip Dey
  • Posted:April 23, 2025 12:12 pm
  • Updated:April 23, 2025 12:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্তাক্ত ভূস্বর্গ। এখনও পর্যন্ত অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে পহেলগাঁওয়ের রিসর্টে জঙ্গি হামলায়। এই পরিস্থিতিতে লস্করের ‘ছায়া দানব’ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট হামলার দায়স্বীকার করেছে। এদের আইএসআই-ই নিয়ন্ত্রণ করে বলেই দাবি। এমনকী হামলাকারীদের মধ্যে পাক জঙ্গিদের থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এহেন পরিস্থিতিতে প্রয়াত পর্যটকদের মৃত্যুতে শোকপ্রকাশ করল পাকিস্তান।

পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ”অনন্তনাগের হামলায় পর্যটকদের মৃত্যুতে আমরা উদ্বিগ্ন। নিহতদের ঘনিষ্ঠজনকে আমাদের তরফে সান্ত্বনা জানানো হচ্ছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।” পাকিস্তানের এহেন মন্তব্যকে ‘কুমিরের কান্না’ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। তাদের দাবি, জঙ্গি হামলার ঘটনায় পাক যোগের স্পষ্ট ইঙ্গিত মিলেছে। এই পরিস্থিতিতে নিজেদের আড়ালে রাখতেই এমন মন্তব্য পেশ করছে ইসলামাবাদ।

Advertisement

এদিকে অতীতের মতো পাকিস্তানের মাটিতে ঢুকে ভারত যে হামলা চালাতে পারে সেই আশঙ্কায় তৎপরতা শুরু হয়েছে সীমান্তের ওপারে। এক সংবাদমাধ্যমের দাবি, পহেলগাঁওয়ে হামলার ঘটনার ঠিক পর বায়ুসেনার একাধিক বিমান করাচি থেকে পাঠানো হয়েছে উত্তরে লাহোর ও রাওয়ালপিন্ডির উদ্দেশে। পাকিস্তানের এই দুই বায়ুসেনা ঘাঁটি জম্মু ও কাশ্মীরের নিকটবর্তী। সীমান্তবর্তী অঞ্চলে বায়ুসেনার বিমানের এই তৎপরতা আলাদাভাবে নজর কাড়ছে। যদিও এই ইস্যুতে পাক সেনা বা ভারত সরকারের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানানো হয়নি।

২০১৮ সালে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স-এর ‘ধূসর তালিকা’য় নাম ওঠে পাকিস্তানের। ২০২২ সালের অক্টোবরে পাকিস্তানের উপর থেকে সেই তকমা তুলে নেওয়া হয়। ফলে এবার আন্তর্জাতিক মঞ্চে নিজের পিঠ বাঁচাতে সন্ত্রাস রপ্তানি করছে পাকিস্তান। বকলমে টিআরএফ-কে দিয়ে কার্যসিদ্ধি করছে রাওয়ালপিণ্ডি। তেমনটাই হয়েছে পহেলগাঁওয়ে। এহেন পরিস্থিতিতে পাকিস্তানের এই মন্তব্য যে নিজেদের পিঠ বাঁচানোরই প্রয়াস, তেমনটাই মনে করছেন বহু বিশেষজ্ঞ।

এদিকে জঙ্গি হামলার ঘটনা প্রকাশ্যে আসতেই সৌদি সফর কাটছাঁট করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ভোরে বিমানবন্দরে অবতরণের পরই অজিত ডোভাল ও জয়শংকরের সঙ্গে বৈঠক করেন তিনি। আজই তাঁর বাসভবনে উচ্চপর্যায়ের একটি বৈঠক রয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই মৃত পর্যটকদের দেহ শ্রীনগর নিয়ে আসা হয়েছে। সেখানেই পৌঁছছেন অমিত শাহ। তিনি মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের সান্ত্বনা দেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub