Advertisement
Advertisement

সিংহের সঙ্গে লড়ে সন্তানের প্রাণ বাঁচালেন মা

সিংহের সঙ্গে রীতিমতো লড়াই করে পাঁচ বছরের ছেলেকে উদ্ধার করেন৷ চিৎকার চেঁচামেচিতে লোকজন চলে এলে সিংহবাবাজি পালিয়ে বাঁচে৷

Colorado Mother Fights Off Mountain Lion That Attacked Her 5-Year-Old Son
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 19, 2016 2:03 pm
  • Updated:June 19, 2016 3:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা৷ ছোট্ট একটা শব্দের মধ্যেই লুকিয়ে রয়েছে একরাশ নির্ভরতা৷ অগাধ বিশ্বাস৷ বিশ্বাস, যে কোনও পরিস্থিতিতে পাশে পাওয়ার৷ কারণ সন্তানের জন্য সবকিছু করতে পারেন একমাত্র মা৷ এমনকি ক্ষুধার্ত সিংহের সামনে ঝাপিয়ে পড়তেও দুইবার ভাবেন না৷ সম্প্রতি সেই প্রমাণই মিলল আমেরিকার কলোরাডোতে৷

শুক্রবার রাতে সেখানে রোজকার মতো ঘরের বাইরে দাদার সঙ্গে খেলছিল ৫ বছরের ছোট এক শিশু৷ রান্নাঘরে কাজ করছিলেন তাঁদের মা৷ হঠাৎ বাচ্চাদের কান্না শুনতে পেয়ে দেখেন ছোট বাচ্চাটির গায়ের উপরে উঠে পড়েছে এক বিশাল পাহাড়ি সিংহ৷ সঙ্গে সঙ্গে ছুটে যান তিনি৷ সিংহের সঙ্গে রীতিমতো লড়াই করে পাঁচ বছরের ছেলেকে উদ্ধার করেন৷ চিৎকার চেঁচামেচিতে লোকজন চলে এলে সিংহবাবাজি পালিয়ে বাঁচে৷

Advertisement

সিংহের কবলে পড়ে শিশুটির ঘাড়ে ও হাতে চোট লাগে৷ মহিলারও সামান্য চোট লেগেছে৷ দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান মহিলার স্বামী৷ তিনিই ৯১১-এ ফোন করে গোটা বিষয়টি জানান৷ মা ও ছেলে দুজনেই এখন সুস্থ আছে বলে পুলিশ সূত্রে খবর৷ তবে, কারও নাম জানা যায়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement