Advertisement
Advertisement

Breaking News

কলম্বিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫৪

তিনটি নদীর স্রোতের তোড়ে ধস নেমে কলম্বিয়ার একটি ছোট শহর ভেসে গিয়েছে৷

Colombia lndslide death toll rises to 254
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 3, 2017 6:10 am
  • Updated:December 21, 2019 1:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারারাত ধরে স্ত্রীর সঙ্গে বাবা-মাকে খুঁজে বেড়াচ্ছেন একজন৷ কিন্তু পাননি৷ গাছের নিচে পরিবার নিয়ে সারারাত অপেক্ষা করছেন অপর এক ব্যক্তি৷ তিনটি নদীর স্রোতের তোড়ে ধস নেমে কলম্বিয়ার একটি ছোট শহর ভেসে গিয়েছে৷ সামরিক বাহিনী আসার অপেক্ষা৷ মধ্যরাতে ঘটনাটি ঘটায় বেশিরভাগ ব্যক্তিই সেই সময় ঘুমোচ্ছিলেন৷ বেশিরভাগ বাড়ি গুড়িয়ে গিয়েছে৷ তলিয়ে গিয়েছে গাড়িও৷ শুক্রবার মাঝরাতেই দুর্যোগের শুরু৷ শনিবার ভোর রাতে ভারী বৃষ্টিপাতের জেরে কলম্বিয়ার পুতুমায়ো প্রদেশের রাজধানীতে ভূমিধসে মৃত্যু হল ২৫৪ জনের৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে রেড ক্রস৷ কারণ এখনও প্রচুর লোকজনের হদিশ নেই৷ রেড ক্রস জানিয়েছে, ভূমিধসে আহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে, এখনও নিখোঁজ ২০০ জন৷

[নববর্ষে মমতার উপহার দুই জেলা ও দুই মহকুমা]

প্রেসিডেন্ট খুয়ান ম্যানুয়েল সান্তোস মোকোয়ায় পৌঁছে গিয়েছেন৷ তিনি বলেন, উদ্ধারকাজে বিশেষ বাহিনী পাঠানো হয়েছে৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছি৷ তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেব৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি৷ ধবংসস্তূপের নিচে জীবিত কেউ রয়ে গিয়েছেন কি না, তার অনুসন্ধান চলছে৷ গোটা শহর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ ১১০০ সেনা এবং স্থানীয় পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে৷ প্রশাসনের তরফে স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে আপৎকালীন সতর্কতা জারি করা হয়েছে৷ আমাজনের বেসিনে বৃষ্টির ফলেই এই ভূমিধস নামে৷

Advertisement

[সোনারপুরে ডাকাতি ও খুনের ঘটনায় গ্রেপ্তার ৩]

কলম্বিয়া-ইকুয়াডোর সীমান্তে পাহাড়ে ঘেরা একটি ছোট্ট জায়গা মোকোয়া৷ সাড়ে তিন লক্ষ মানুষের বাস৷ বর্ষাকালে ধস নামে৷ কয়েকদিন ধরে সেখানে বৃষ্টি চলছিল৷ আবহাওয়া দফতর থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে, শনিবার ও রবিবার হালকা ধরনের বৃষ্টি হবে৷ প্রশাসনের তরফে মোকোয়ার বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল৷ রাস্তায় কাদা ও নদীর জল প্রবেশ করতে শুরু করেছিল৷ বাড়ির উপর দিয়ে চলে যায় জলের তোড়৷ গাছগুলিকে শিকড় উপড়ে মাটিতে ফেলে দেয়৷ নদীর স্রোতের সঙ্গে ছিল নুড়ি-পাথরও৷ বাড়িঘর, গাছপালা, সেতু-সহ একটা শহর কার্যত ভেসে গিয়েছে৷

[বারামুল্লার জেল থেকে উদ্ধার ১৬টি ফোন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement