Advertisement
Advertisement

Breaking News

Colombia

কলম্বিয়ায় ভয়াবহ হামলা ‘কমিউনিস্ট’ গেরিলাদের, নিহত ৮ পুলিশকর্মী

আবারও কি গৃহযুদ্ধের ডিকে এগোচ্ছে দেশটি? 

Colombia: Eight police officers killed following president's push for peace | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:September 3, 2022 9:48 am
  • Updated:September 3, 2022 9:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ হামলায় কেঁপে উঠল কলম্বিয়া। ‘কমিউনিস্ট’ গেরিলাদের হামলায় নিহত হয়েছেন আটজন পুলিশকর্মী। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। আশঙ্কা করা হচ্ছে, এই হামলার নেপথ্যে রয়েছে শান্তির পথে ফিরে আসা কমিউনিস্ট সশস্ত্র সংগঠন ‘FARC’-এর আলোচনা বিরোধী একটি অংশ।

বিবিসি সূত্রে খবর, শুক্রবার কলম্বিয়ার (Colombia) দক্ষিণে হুইলা শহরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন পুলিশকর্মীরা। সেখান থেকে ফেরার পথে তাঁদের গাড়ি লক্ষ্য করে মাইন বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। তারপর, আহত পুলিশ আধিকারিকদের গুলি করে ঝাঁজরা করে দেয় ওই গেরিলারা। তাৎপর্যপূর্ণ ভাবে, মাত্র মাসখানেক আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট পদে বসেছেন গেরিলা থেকে রাজনীতির ময়দানে আসা গুস্তাভো পেত্রো। মসনদে বসে মাদকের পাচারকারীদের স্বর্গরাজ্য বলে পরিচিত দেশটিতে শান্তি ফেরানোর চেষ্টায় গেরিলা বাহিনীগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছেন তিনি। কিন্তু এদিনের হামলা সেই আলোচনায় বড় ধাক্কা বলেই মনে করছেন বিশ্লেষকরা। টুইটার হ্যান্ডেলে প্রেসিডেন্ট পেত্রো লেখেন, “শান্তিপ্রক্রিয়া ভেস্তে দিতে এটা একটা ষড়যন্ত্র।”

Advertisement

[আরও পড়ুন: পলাতক গোতাবায়ার নাটকীয় প্রত্যাবর্তন, দেশে ফিরলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট]

এদিকে, এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও গেরিল সংগঠন। তবে নিরাপত্তা সংস্থাগুলি মনে করছে, এই ঘটনার নেপথ্যে রয়েছে ২০১৬ সালে শান্তির পথে ফিরে আসা কমিউনিস্ট সশস্ত্র সংগঠন ‘Revolutionary Armed Forces of Colombia-People’s Army’ (FARC)-এর আলোচনা বিরোধী একটি অংশ। নিজেদের উপস্থিতি জানান দিতেই এই হামলা চালিয়েছে তারা। রয়টার্স সূত্রে খবর, হুইলা শহরে এখনও বিদ্রোহী গেরিলারা সক্রিয়।ফলে প্রশ্ন উঠছে, আবারও কি গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে দেশটি?    

উল্লেখ্য, পেত্রো দায়িত্ব নেওয়ার পর এটিই দেশটিতে নিরাপত্তা বাহিনীর ওপর সবচেয়ে বড় হামলা। সামাজিক-অর্থনৈতিক বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়ে আগস্টের শুরুতে কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। তবে সরকার গঠনের এক মাস পার না হতেই দেশটিতে ভয়াবহ এই মামলার ঘটনা ঘটল। রয়টার্স বলছে, ১৯৮৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত কলম্বিয়ার সরকার, বামপন্থী গেরিলা, দক্ষিণপন্থি আধাসামরিক বাহিনী এবং মাদক চোরাচালান চক্রের মধ্যে সংঘাতে অন্তত সাড়ে চার লক্ষ মানুষের প্রাণহানি হয়েছে।

[আরও পড়ুন: বিস্ফোরণে রক্তাক্ত আফগানিস্তান, তালিবানপন্থী ধর্মগুরু-সহ নিহত অন্তত ১৮]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement