Advertisement
Advertisement

সাংবাদিককে ঢুকতে না দেওয়ায় হোয়াইট হাউস কর্তৃপক্ষের বিরুদ্ধে সিএনএন-এর মামলা

জলে নেমে কুমিরের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি সিএনএন-এর৷

CNN sues White House to regain access for reporter Jim Acosta
Published by: Kumaresh Halder
  • Posted:November 14, 2018 5:23 pm
  • Updated:November 14, 2018 5:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জলে নেমে এবার কুমিরের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি শুরু করল বিশ্বের প্রখ্যাত সংবাদমাধ্যম সিএনএন৷ হোয়াইট হাউসে সাংবাদিককে ঢুকতে না দেওয়ায় মার্কিন প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মামলা দায়ের সিএনএন কর্তৃপক্ষের৷ হোয়াইট হাউস কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়ে গোটা ঘটনার কারণ জানতে চাওয়া হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে৷

[ইজরায়েল ভূখণ্ডে রকেট হামলা হামাসের, পালটা সন্ত্রাসীদের ডেরায় হানা]

অভিযোগ, এর আগেও সিএনএন-এ কর্মরত সাংবাদিকের জিম অ্যাকোস্টার বিরুদ্ধে হোয়াইট হাউসে ঢোকা নিষিদ্ধ করে মার্কিন প্রশাসন৷ তাঁর বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ এনে হোয়াইট হাউসে ঢোকার প্রেস পাস বাতিল করে দেওয়া হয়৷ এই ঘটনায় চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন ওই সাংবাদিক৷ গোটা ঘটনার প্রতিবাদ জানিয়েও মার্কিন প্রশাসনের কড়া সমালোচনাও করা হয়৷ কিন্তু, তাতেও কোনও কাজ না হওয়ায় আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেয় সিএনএন কর্তৃপক্ষ৷ মামলা দায়ের করে সাংবাদিককে হোয়াইট হাউসে ঢুকতে না দেওয়ার কারণ জানাতে চাওয়া হয়৷

Advertisement

[শ্রীলঙ্কায় ডামাডোল অব্যাহত, সুপ্রিম রায়ে বড় ধাক্কা সিরিসেনার]

কিন্তু, হঠাৎ কেন সিএনএন’-এর সাংবাদিকের উপর নিষেধাজ্ঞা চাপাল মার্কিন প্রশাসন? ঘটনার সূত্রপাত গত বুধবার৷ আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়ে হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ সেখানে ট্রাম্পকে বেশ কিছু অস্বস্তিকর প্রশ্ন ছোড়েন সাংবাদিক জিম অ্যাকোস্টা৷ মার্কিন সাংবাদিকের প্রশ্ন শুনেই চটে যান ট্রাম্প৷ জিম অ্যাকোস্টার হাত থেকে মাইক কেড়ে নিতে নির্দেশ দেন৷ এই ঘটনায় চূড়ান্ত অপমানিত হয়ে টুইট করেন জিম৷ জানান ক্ষোভ৷ লেখেন, ‘‘হোয়াইট হাউস ছাড়ার মুখে আমার প্রেস পাস নিয়ে নেন নিরাপত্তা রক্ষীরা। আমি অবশ্য ওঁকে দোষ দিইনি। নিজের কাজটুকু করেছেন উনি। তবে, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে খারাপ আচরণের মূল্য দিতে হবে ট্রামকে৷’’

[৫০০ কিমি গতির বুলেট ট্রেন, জাপানে ছুটছে চালকবিহীন ‘ম্যাগলেভ’]

মুহূর্তেই গোটা বিষয়টি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে৷ এই সংক্রান্ত খবরও প্রকাশ করা সিএনএন-এ৷ গোটা বিশ্বের সংবাদমাধ্যমও মার্কিন প্রশাসনের এই ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকে৷ গোটা বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠতেই মার্কিন প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করার সিদ্ধান্ত নেয় সিএনএন কর্তৃপক্ষ৷ তবে, শেষ পাওয়া খবর অনুযায়ী, গোটা ঘটনায় এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি হোয়াইট হাউস কর্তৃপক্ষ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement