Advertisement
Advertisement

ভ্যাটিকানে কবিগুরু স্মরণ মুখ্যমন্ত্রীর

ভ্যাটিকানে কবিগুরুকে স্মরণ করে মুখ্যমন্ত্রী ও বাংলার প্রতিনিধিরা গাইলেন-আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে৷

CM Mamata Remembers Kabiguru in Vatican
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 4, 2016 1:16 pm
  • Updated:July 29, 2019 12:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি মাদার টেরিজার শহর কলকাতা থেকে এসেছেন- এ কথা জানিয়ে দিতে মরিয়া ছিলেন৷ আর তাই বাংলার নিজস্ব সম্পদ তুলে ধরেই যেন আলাদা করে দিলেন নিজের উপস্থিতি৷ ভ্যাটিকানে কবিগুরুকে স্মরণ করে মুখ্যমন্ত্রী ও বাংলার প্রতিনিধিরা গাইলেন-‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’৷

মাদারের সেইন্টহুড প্রাপ্তি উপলক্ষে ভারতীয় প্রতিনিধি দল রোম পৌঁছালেও, মুখ্যমন্ত্রী আছেন আলাদা হয়েই৷ প্রথমত তিনি ভ্যাটিকানে গিয়েছেন মাদার হাউসের আমন্ত্রণে৷ দ্বিতীয়ত, দিল্লি হোক বা রোম বিজেপির সংস্রব যে তিনি এড়াতে চান, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷ শনিবারের নৈশভোজেও তাই গরহাজির ছিলেন৷ সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর চেষ্টা ছিল, তিনি যে মাদারের শহর কলকাতা থেকে এসেছেন তা আলাদা করে তুলে ধরা৷ সূত্রের খবর, সেই জন্য বাংলার প্রতিনিধিদের জন্য আলাদা ব্যাজেরও ব্যবস্থা করেছেন তিনি৷ রোম থেকে হেঁটে ভ্যাটিকানের পথে তাঁর গলায় তাই উঠে এল বাংলার নিজস্ব সম্পদ-কবিগুরুর গান৷ গলা মেলালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়ান-সহ বাংলার সাংবাদিকরাও৷ আগুনের পরশমণি থেকে প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে-র সুরে ভাসল ভ্যাটিকানও৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement