সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্পেনের মাটিতে পা রেখে ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কখনও মাদ্রিদের রাস্তায় সকালে জগিং করতে দেখা গিয়েছে তাঁকে, আবার কখনও পিয়ানো বাজিয়েছেন। স্পেন দেশটা যে তাঁর ভীষণ প্রিয়, এবার সে কথাই জানালেন মুখ্যমন্ত্রী। বাংলার সঙ্গে নানা ক্ষেত্রে স্পেনের সামঞ্জস্যও তুলে ধরেছেন তিনি।
১২ দিনের স্পেন সফরে একের পর এক মাইলস্টোন তৈরি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (CM Mamata Banerjee)। প্রথমেই তিনি জানিয়ে দেন, বাংলায় ফুটবল অ্যাকাডেমি খুলবে লা লিগা কর্তৃপক্ষ। স্বাক্ষরিত হয়েছে মউ। এরপরই শুক্রবারই শোনা যায়, সব ঠিকঠাক থাকলে আবারও কলকাতায় আসবেন লিওনেল মেসি। এদিনের বাণিজ্য সম্মেলনে আবার শিল্পপতীদের বাংলায় ব্যবসার জন্য আহ্বান জানান তিনি। আর সেখানেই নিজের মক্তব্যের শুরুতেই বলে দেন, কেন স্পেন দেশটি তাঁর ভালো লাগে।
মমতা বলেন, “আমি স্পেন ভীষণ ভালোবাসি। কারণ আমাদের মধ্যে অনেক মিল আছে। স্পেনের মতোই আমরাও শিল্প, সংস্কৃতি, পেন্টিং, ফুটবল ভালোবাসি। আমাদের সঙ্গে স্পেনের সংস্কৃতিতেও অনেক মিল আছে। পিকাসোর নাম কে না জানে। আবার লা লিগাও বাংলায় দারুণ পরিবর্তন। আর বিশ্বকাপ এলে আমাদের ফুটবলভক্তদের দুজনের দিকে নজর থাকে। রোনাল্ডো আর মেসি। তাঁরা দারুণ জনপ্রিয়। আর এবার তো লা লিগাও বলে দিয়েছে আগামী দুমাসের মধ্যেই ওরা বাংলায় ফুটবল অ্যাকাডেমি গড়বে। আমাদের ফুটবলের উন্নতিতে বিশেষ ভূমিকা নেবে তারা।”
মমতা এও জানান, তিনি গত পাঁচ বছরে শিল্প আনতে অন্য কোনও দেশে যাননি। কিন্তু স্পেনেই আসবেন বলে ঠিক করেন। কারণ চলতি বছর কলকাতা বইমেলায় স্পেন ছিল পার্টনার। সেখানেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি আশ্বাস দিয়েছিলেন, নিশ্চিতভাবেই স্পেনে যাবেন। মমতার কথায়, “স্পেন যদি কলকাতা আন্তর্জাতিক বইমেলার পার্টনার হতে পারে, তাহলে আমি কেন স্পেন যেতে পারি না! সেদিনই ঠিক করেছিলাম, যদি কোথাও যাই তাহলে সবার আগে স্পেনেই যাব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.