Advertisement
Advertisement
CM Mamata Banerjee

স্পেন সফরের মাঝেই বড় সিদ্ধান্ত, কিশোর ভারতী স্টেডিয়াম লা লিগাকে দিচ্ছেন মুখ্যমন্ত্রী

স্পেন সফরের শুরুতেই লা লিগার সঙ্গে মউ স্বাক্ষরিত হয়েছে রাজ্যের।

CM Mamata Banerjee allows La Liga to use Kishore Bharati Stadium | Sangbad pratidin
Published by: Sulaya Singha
  • Posted:September 17, 2023 5:35 pm
  • Updated:September 17, 2023 6:10 pm  

কুণাল ঘোষ ও কিংশুক প্রামাণিক, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী: স্পেন সফরে ফের বড়সড় সিদ্ধান্ত। লা লিগা কর্তৃপক্ষকে কলকাতার কিশোর ভারতীয় স্টেডিয়াম দিচ্ছে রাজ্য সরকার। রবিবার মাদ্রিদ থেকে বার্সেলোনা যাওয়ার পথে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

স্পেন সফরের শুরুতে গত বৃহস্পতিবার লা লিগার কর্তাদের সঙ্গে আলোচনার পর ঠিক হয়, বঙ্গ ফুটবলের জন্য কলকাতার (Kolkata) বুকে অ্যাকাডেমি গড়বে লা লিগা। খুব শীঘ্রই লা লিগার একটি প্রতিনিধি কলকাতায় আসবে। এই অ্যাকাডেমি গড়ার যাবতীয় জমির ব্যবস্থা করবে রাজ্য সরকার। এই ঘোষণার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন লা লিগার সভাপতি জাভিয়ের তেভাস (Javier Tevas) এবং প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। স্পেনের বুকে সেই প্রতিশ্রুতির পর এবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, লা লিগার যাতে বাংলা তথা ভারতীয় ফুটবলের সার্বিক উন্নতিতে সাহায্য করতে কোনওপ্রকার সমস্যা না হয়, সেই কারণেই কিশোর ভারতী স্টেডিয়াম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: এশিয়া কাপ ফাইনালে ৬ স্টার সিরাজ, মাত্র ৫০ রানেই শেষ শ্রীলঙ্কা]

ভারত তথা বাংলার ফুটবলের উন্নতির জন্য একটি অ্যাকাডেমি গড়তে চায় লা লিগা। সংস্থার সভাপতি জাভিয়ের তেভাস এই নতুন দিক নিয়ে খুবই আশাবাদী। নতুন প্রতিভা খুঁজে আনতে সব উদ্যোগ লা লিগার তরফ থেকেই নেওয়া হবে বলে জানা গিয়েছে। আলোচনার শেষে দুই পক্ষের মধ্যে একটি মউ চুক্তি স্বাক্ষরিত হয়। মমতা জানিয়েছিলেন, “আমি শুধু চাই বাংলার ফুটবলের উন্নয়নে একটি বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি গড়ে উঠুক।”

বাংলার ফুটবলের উন্নতিতে সদাসচেষ্ট মুখ্যমন্ত্রী। ফুটবল ক্লাবগুলিকে আর্থিক সাহায্যের পাশাপাশি ময়দানের তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডানের পরিকাঠামোর উন্নতিকল্পেও বিশেষ ভূমিকা নিয়েছে রাজ্য সরকার। এবার লা লিগার জন্য কিশোর ভারতীয় স্টেডিয়াম দিতে চলেছেন মমতা।

[আরও পড়ুন: ১০ জনের ডায়মন্ড হারবারের কাছে হেরেও কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement