Advertisement
Advertisement
Bookfair

মাদ্রিদ বইমেলায় আলাদা স্টল থাকবে বাংলা বইয়ের, মুখ্যমন্ত্রীর স্পেন সফরে স্বাক্ষরিত MoU

মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তি।

CM in Spain: Separate stalls of Bengali Books will be in Madrid Bookfair, MoU between Spain and West Bengal | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 14, 2023 9:39 pm
  • Updated:September 14, 2023 10:03 pm

কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী: বাংলা-স্পেনের সাংস্কৃতিক আদানপ্রদানের রাস্তা আরও প্রশস্ত হল মুুখ্যমন্ত্রীর স্পেন (Spain) সফরে।  রাজ্যের প্রতিনিধিদের প্রস্তাব মেনে মাদ্রিদ বইমেলায় (Madrid Bookfair) বাংলার লেখক-প্রকাশকদের জন্য আলাদা স্টল দিতে রাজি স্পেনের বইমেলা কমিটি। বৃহস্পতিবার মাদ্রিদের বইমেলা কমিটির সঙ্গে রাজ্যের প্রতিনিধিদের বৈঠকে এই মর্মে স্বাক্ষরিত হল চুক্তি (MoU)।  রাজ্যের তরফে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (CM Mamata Banerjee) মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে খবর। জানা গিয়েছে, স্পেনের সাহিত্যিকরা অনুবাদের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি আরও বেশি করে পড়তে চান। রাজ্যের প্রতিনিধিদের তাঁরা এমনই জানিয়েছেন।

২০২৩ সালে কলকাতা বইমেলার থিম কান্ট্রি ছিল স্পেন। সেসময়েই এখানকার উদ্যোক্তাদের সঙ্গে স্পেনের প্রতিনিধিদের সঙ্গে বাংলা ও স্প্যানিশ সাহিত্য, সংস্কৃতির আরও বেশি আদানপ্রদান নিয়ে আলোচনা হয়। এবার মুখ্যমন্ত্রী নিজেই এ বিষয়ে উদ্যোগী হয়ে প্রকাশকদের এক প্রতিনিধি দলকে স্পেন সফরে সঙ্গে নেন। তাঁর সফরসঙ্গী পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে। রওনা হওয়ার আগেই বইশিল্প নিয়ে আরও বিস্তারিত পরিকল্পনার আশাপ্রকাশ করেছিলেন তাঁরা দু’জনই।  স্পেনের বইমেলা কমিটির সঙ্গে বৈঠকে মাদ্রিদ বইমেলায় বাংলার আলাদা স্টলের (Stall) জন্য তাঁরা প্রস্তাব রাখবেন বলে জানিয়ে গিয়েছিলেন।

Advertisement

[আরও পড়ুন: ‘আমরা সনাতন ধর্মের বিরোধী নই’, বিতর্কের মাঝেই অন্য সুর বর্ষীয়ান ডিএমকে নেতার]

সেই প্রস্তাবই বৃহস্পতিবার গৃহীত হল। শুধু প্রস্তাব গ্রহণ নয়, স্পেনের বইমেলা কমিটির সঙ্গে বাংলার প্রকাশকদের এ বিষয়ে চুক্তি হয়েছে। ২০২৫ সালে মাদ্রিদ বইমেলার থিম হতে চলেছে ভারত। সেখানে বাংলা বইয়ের জন্য আলাদা স্টল থাকবে। এছাড়া বাংলা এবং স্পেন – উভয়েই পারস্পরিক আদানপ্রদানের ক্ষেত্র আরও বিস্তৃত করবে।

[আরও পড়ুন: একদিনের পুজো! অভিনব নিয়মে কোন্নগরের চক্রবর্তী বাড়িতে পূজিত দেবী দুর্গা]

জানা গিয়েছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে (Rabindranath Tagore) নিয়ে উচ্ছ্বসিত স্পেনের সাহিত্যমহল। তাঁরা চান,আরও বেশি করে রবীন্দ্রসাহিত্য স্প্যানিশ ভাষায় অনুবাদ করা হোক। বইমেলা কমিটির সদস্যরা নিজেরাই অনুবাদের কাজে আগ্রহী বলে জানিয়েছেন। নিঃসন্দেহে মুখ্যমন্ত্রীর স্পেন সফরে এ এক বড় প্রাপ্তি।  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement