সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন এগিয়ে গিয়েছে। সমাজ বদলেছে। তবে তা সত্ত্বেও মানসিকতা সত্যি কী বদলেছে আমাদের? সোশ্যাল মিডিয়ায় এক ফরাসি তরুণীর খোলা চিঠি ভাইরাল হওয়ার পর কমপক্ষে সে দাবি আর করা যায় না। বক্ষ বিভাজিকা নিয়ে প্রশ্ন তুলে কার্যত যেভাবে ‘অপমান’ করা হয়েছে তাঁকে, তা নিয়েই নেটদুনিয়ায় উঠেছে সমালোচনার ঝড়।
ঠিক কী ঘটেছে? তরুণী ইনস্টাগ্রামে খোলা চিঠিতে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন। তিনি জানান, সম্প্রতি এক বন্ধুর সঙ্গে মিউজিয়ামে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে ঢোকার মুখে টিকিট দেখাতে যাওয়ার সময়ই তাঁকে নিরাপত্তারক্ষী বলেন ঢুকতে দেওয়া হবে না। কিন্তু কেন এমন সিদ্ধান্ত, তা জানতে চান তরুণী। অভিযোগ, তাঁকে বলা হয়, আপনার পোশাক অত্যন্ত খোলামেলা। কারণ, আপনার বক্ষ বিভাজিকা (Cleavage) দেখা যাচ্ছে। তরুণীর দাবি, একথা শোনামাত্রই অন্যান্যরাও তাঁর দিকে তাকাতে শুরু করেন। রীতিমতো লজ্জায় পড়ে যান তিনি। পোশাক বদল করলেই মিউজিয়ামে ঢোকা সম্ভব বলেও জানান ওই নিরাপত্তারক্ষী। মিউজিয়ামে ঢোকার পোশাকের ক্ষেত্রে বিধিনিষেধ যখন রয়েছে তা কেন কোথাও উল্লেখ করা নেই, সেই প্রশ্ন করেন তরুণী। তবে সেকথায় কান দিতে নারাজ মিউজিয়ামের নিরাপত্তারক্ষী। পোশাক বদল করে মিউজিয়ামে ঢোকার প্রস্তাবে রাজি হননি তরুণী। পরিবর্তে তিনি মিউজিয়ামে না ঢুকে ফিরে যান। এরপরই সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার কথা উল্লেখ করে খোলা চিঠি লেখেন।
Lettre ouverte @MuseeOrsay
Ci-joint la robe de la discorde (photo prise quatre heures plus tôt) pic.twitter.com/FTIXQKsdRZ
— Tô’ (@jeavnne) September 9, 2020
তরুণীর চিঠি প্রায় বিদ্যুতের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কীভাবে বর্তমান যুগে দাঁড়িয়ে একজন তরুণীকে পোশাক নিয়ে বলা হল, সেই প্রশ্নই করতে থাকেন সকলে। এটা কার্যত মধ্যযুগীয় বর্বরতার সামিল বলেও অভিযোগ করেন অনেকেই। যদিও নেটিজেনদের রোষের ফলে অস্বস্তিতে পড়ে ওই মিউজিয়াম কর্তৃপক্ষ। তরুণীর কাছ থেকে এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেয় তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.