সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লডিয়া শেনবাউম। প্রথমবারের মতো মহিলা প্রেসিডেন্ট পেল উত্তর আমেরিকার এই দেশটি। দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ক্লডিয়া।
ভোটের ফলাফলে দেখা গিয়েছে, নির্বাচনে ৫৮ শতাংশ থেকে ৬০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন ক্ষমতাসীন মরেনা পার্টির প্রার্থী ক্লডিয়া শেনবাউম। নির্বাচনে তিনি প্রধান প্রতিদ্বন্দ্বী জোসিটল গালভেচুভ গালভেজের থেকে ৩০ শতাংশের বেশি ভোট পেয়েছেন। সমর্থকদের প্রত্যাশা প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের যোগ্য উত্তরসূরি পেল মেক্সিকো। ক্লডিয়া শেনবাউম পেশাগতভাবে একজন বিজ্ঞানী, যিনি ২০১৮-২৩ সাল পর্যন্ত মেক্সিকো সিটির মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিজয়ী ভাষণে ভোটারদের উদ্দেশে ক্লডিয়া বলেন, ‘‘আমি আপনাদের হতাশ করব না। আপনাদের প্রত্যাশাকে অসম্পূর্ণ রাখব না।’’ রবিবার প্রেসিডেন্টের পাশাপাশি মেক্সিকোর (Mexico) কংগ্রেসের সব সদস্য, আটটি রাজ্যের গভর্নর এবং মেক্সিকো সিটির সরকার প্রধানকে নির্বাচন করতেও ভোট দিয়েছেন ভোটাররা। দেশটির প্রায় ১০ কোটি মানুষ ভোট দিয়েছেন। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হয়। ক্লডিয়া শেনবাউম আগামী ১ অক্টোবর থেকে ছয় বছরের জন্য দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।
এবারের নির্বাচনে ভোটের প্রচারেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মেক্সিকোজুড়ে ২০ জনের বেশি প্রার্থী নিহত হয়েছেন। এদিকে এক্সিট পোলে এগিয়েই ছিলেন শেনবাউম। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী জোসিটল গালভেচুভ গালভেজের থেকে তাঁর পাল্লা যে অনেক ভারী, তা পরিষ্কার হয়ে গিয়েছিল তখনই। এবার সেই সম্ভাবনাকে সত্যি করে জয়ী হলেন তিনিই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.