Advertisement
Advertisement
Russia-Ukraine War

Russia-Ukraine War: আমজনতার হাতে হাতে মলোটেভ ককটেল, রুশ সেনাকে রুখতে মরিয়া দেশবাসী

পুতিন ভাবতেও পারেননি এই প্রতিরোধের মুখে পড়তে হবে রাশিয়াকে।

Civilians pick up weapons to defend Ukraine from Russia। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:February 27, 2022 7:46 pm
  • Updated:February 27, 2022 7:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন সেই ডেভিড গোলিয়াথের লড়াই। শক্তিশালী রুশ (Russia) বাহিনীর সঙ্গে মরণপণ সংগ্রামে নেমেছে ইউক্রেন (Ukraine)। ক্রমেই স্পষ্ট হচ্ছে যতটা সহজ ভেবেছিলেন পুতিন, বাস্তবে তার চেয়ে অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে বিষয়টা। এখনও রুশ সেনা দখল করতে পারেনি কিয়েভ। আসলে কেবল সেনাই নয়, ইউক্রেনের সাধারণ মানুষও নিজেদের মতো করে প্রতিরোধ গড়ে তুলেছেন (Russia-Ukraine War)। কেবল রাজধানী কিয়েভ কিংবা দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকভই নয়, গোটা ইউক্রেন জুড়েই সাধারণ মানুষ হাতে তুলে নিয়েছেন মলোটেভ ককটেল। কার্যত বোতল বোমার মতো এই অস্ত্রেই তাঁরা মুখোমুখি হচ্ছেন রুশ সেনার ট্যাঙ্কের!

গত বৃহস্পতিবার মধ্যরাতে ইউক্রেনের আকাশে ঢুকে পড়েছিল রুশ বিমান। সেই থেকে যেন বদলে গিয়েছে সেদেশের ছবি। সর্বত্র আতঙ্ক আর ভয়। গুঁড়িয়ে গিয়েছে বহু বাড়ি। পথে পথে আতঙ্কিত মানুষের মুখ। বহু মানুষই মেট্রো কিংবা বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। কিন্তু আতঙ্কিত হলেও হাল ছাড়তে রাজি নন তাঁরা। যে ভাবে হোক প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা করছেন যে যার মতো করে। আর সেই লড়াইয়ে গুরুত্বপূর্ণ এক হাতিয়ার হয়ে উঠেছে এই মলোটেভ ককটেল।

Advertisement

[আরও পড়ুন: ওষুধ সংস্থার কর্মী সেজে কোটি টাকার প্রতারণা! কলকাতা পুলিশের জালে নাইজেরিয়ার যুবক]

খোদ প্রেসিডেন্ট জেলেন্সকি নিজে ফেসবুকে একটি ভিডিওয় দেখিয়ে দিয়েছেন কীভাবে ধাপে ধাপে ওই বোমা তৈরি করতে হয়। মলোটভ ককটেল তৈরি করে রুশ সেনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আবেদন জানিয়েছিলেন তিনি।

Ukraine President

আর সেই আবেদন মেনে লড়াইয়ে নেমেছেন দেশের সাধারণ মানুষ। বহু আম নাগরিককেই যেতে হয়েছে যুদ্ধে। আর যাঁরা তা করেননি, তাঁরা ঘরে বসেই তৈরি করছেন ওই বোমা। কেবল বোমা তৈরি করাই নয়। রুশ সেনার ঢোকার মুখগুলিতে ব্যারিকেড গড়ে তোলা কিংবা পথজুড়ে গাড়ি দাঁড় করিয়ে যে যার মতো করে প্রতিরোধ গড়ছেন। এই অভাবনীয় প্রতিরোধেই অনেকটাই দিশেহারা রাশিয়ার সেনা।

[আরও পড়ুন: আনিস কাণ্ডে এবার পথে TMCP, সিট’কে ধন্যবাদ জানাতে কলকাতায় হবে মিছিল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement