সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জো বাইডেনের (Joe Biden) নিরাপত্তায় বড়সড় গলদ। শনিবার দুপুরে মার্কিন প্রেসিডেন্টের (USA President) বাড়ির আকাশসীমায় ঢুকে পড়ে একটি বিমান। সঙ্গে সঙ্গে বিমানটিকে সরাতে একাধিক ফাইটার জেট নামিয়ে দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত কোনও বিপদের খবর মেলেনি। স্থানীয় একটি বিমানবন্দরে নামিয়ে দেওয়া হয় আগন্তুক বিমানটিকে। গোটা ঘটনার সময়ে বাড়িতেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। শেষ পর্যন্ত কোনও বিপদ ঘটেনি। তবে গোটা ঘটনায় প্রশ্ন উঠেছে প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে।
ঘটনার সূত্রপাত স্থানীয় সময় শনিবার দুপুর দুটো নাগাদ। ডেলাওয়্যারে নিজের বাসভবনেই ছিলেন বাইডেন। সেই সময়ে আচমকাই তাঁর বাড়ির আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে একটি বিমান। যদিও বিমানে কে ছিলেন জানা যায়নি। কেনই বা প্রেসিডেন্টের বাসভবনের এলাকায় ঢুকেছিল বিমানটি, সেই প্রশ্নের উত্তরও অজানা।
Statement on aircraft violation north of Wilmington, Delaware. This incident had no impact on protective operations and is being investigated by the Secret Service & @FAANews. pic.twitter.com/LuXo7iudO2
— Anthony Guglielmi (@SecretSvcSpox) October 28, 2023
বাইডেনের আকাশসীমায় অচেনা বিমান দেখতে পেয়েই এলাকা জুড়ে সতর্কতা জারি হয়। একঝাঁক ফাইটার জেট মোতায়েন করা হয় নজরদারি চালানোর জন্য। শেষ পর্যন্ত কাছেই একটি বিমানবন্দরে নামিয়ে দেওয়া হয় ওই বিমানটিকে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে আমেরিকার সিক্রেট সার্ভিস। মার্কিন উড়ান বিভাগের তরফেও ঘটনার তদন্ত চলছে। যদিও বাড়ির আকাশসীমায় বিমান ঢুকলেও বাইডেনের সারাদিনের কাজে কোনও ব্যাঘাত ঘটেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.