সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মাটিতে বসে ভারতীয় কূটনীতিকের মদতেই খলিস্তানি জঙ্গিনেতা (Khalistani Terrorist) পান্নুনকে খুনের চেষ্টা চলছে! আমেরিকার এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এর মধ্যেই নয়া তথ্য ফাঁস করেছে সংবাদসংস্থা রয়টার্স। তাদের দাবি, চলতি বছরের জুলাই মাসেই এই খুনের ছক জানা গিয়েছিল। তার পরেই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর (CIA) ডিরেক্টর উইলিয়াম বার্নস ভারতে আসেন। জি-২০ সম্মেলনেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে এই বিষয়টি তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)।
কী বলছে রয়টার্সের খবর? জুলাই মাসের শেষ দিকে জানা যায়, নিউ ইয়র্কের বাসিন্দা গুরপতবন্ত সিং পান্নুনকে খুন করার ছক কষছে ভারতীয় কূটনীতিক। সেই জন্য সুপারি কিলারও ভাড়া করা হয়েছে। এই বিষয়টি জানতে পেরেই আগস্ট মাসে ভারতে এসেছিলেন বার্নস। সেই সময়ে ‘র’ প্রধান রবি সিনহার সঙ্গে বৈঠক করেন তিনি। জানিয়ে দেন, এই পরিকল্পনা নিয়ে ভারতকে তদন্ত করতে হবে। দোষীদের সকলের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে হবে। সেই সঙ্গে আমেরিকাকে আশ্বাস দিতে হবে যেন আগামী দিনে এমন ঘটনা না ঘটে।
এই বৈঠকের পরেই সেপ্টেম্বর মাসে জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসেন বাইডেন। সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন তিনি। পান্নুনকে খুনের ছক কষার প্রসঙ্গ উল্লেখ করেন বাইডেন। তিনি মোদিকে বলেন, এমন ঘটনা ঘটতে থাকলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন আসতে পারে। বাইডেন ফিরে যাওয়ার পরেও পান্নুনকে খুনের পরিকল্পনা নিয়ে ‘তদন্ত’ চালিয়ে গিয়েছে আমেরিকা। নভেম্বর মাসে ভারতে এসেছিলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। নানা বৈঠকে এই প্রসঙ্গ তুলে ধরেছিলেন তাঁরা।
উল্লেখ্য, কানাডার মাটিতে খলিস্তানি (Khalistani) জঙ্গি নেতা হরদীপ সিং নিজ্জর খুনে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ আনে কানাডা। যদিও এখনও সেই অভিযোগের প্রমাণ মেলেনি। এহেন পরিস্থিতিতেই প্রকাশ্যে আসে পান্নুনকে খুনের ছক নিয়ে মার্কিন রিপোর্ট। সেই অভিযোগের তদন্তও শুরু করেছে ভারত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.