Advertisement
Advertisement
'Chowkidar chor hai'

‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান উঠল পাকিস্তানে, ইমরান সমর্থকদের নিশানায় কে?

রাহুল গান্ধীর স্লোগান তেহরিক-ই-ইনসাফের নেতা-কর্মীদের মুখে।

'Chowkidar chor hai' slogan against Pakistan Army | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 11, 2022 12:43 pm
  • Updated:April 11, 2022 12:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে অধিবেশন বসছে পাক অ্যাসেম্বলিতে। এর মধ্যেই ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগানে শোরগোল পাকিস্তানে। রাফাল দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে যে স্লোগান তুলে সরব হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi), সেই স্লোগান উঠল পাক পাঞ্জাব প্রদেশের লাল হভেলিতে। স্লোগান তুললেন তেহরিক-ই-ইনসাফের নেতা-কর্মীরা। অনাস্থা ভোট এনে ইমরান সরকার ফেলে দেওয়ার অভিযোগে পাক সেনাকে আক্রমণ করে ভারত বিখ্যাত স্লোগান উঠল পাকিস্তানে (Pakistan)।

শনিবার মধ্যরাতে ক্ষমতাচ্যুত হয়েছেন ইমরান খান (Imran Khan)। জল্পনা, সদ্য প্রাক্তন বিরোধী দলনেতা তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ (Shehbaz Sharif) ইমরানের ছেড়ে যাওয়া গদিতে বসতে চলেছেন। ওয়াকিবহাল মহলের বক্তব্য, সেনার সঙ্গে সুসম্পর্কের কারণেই মসনদ পেতে চলেছেন শাহবাজ। অন্যদিকে সাম্প্রতিককালে পাক সেনার সঙ্গে ইমরানের সম্পর্ক ভাল ছিল না। এই পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেনের ক্ষমতা হারানোর জন্য পাক সেনাকে দায়ী করে ‘চৌকিদার চৌর হ্যায়’ স্লোগান সরব হলেন তেহরিক-ই-ইনসাফের নেতা-কর্মীরা।

Advertisement

[আরও পড়ুন: ফের গণকবরের সন্ধান মিলল কিয়েভের কাছে, ইউক্রেনের দাবি ঘিরে চাঞ্চল্য]

রবিবার লাল হভেলিতে সভা করেন ইমরান ক্যাবিনেটের প্রাক্তন মন্ত্রী শেখ রশিদ। সেখানেই দলের সমর্থকরা ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান দেন। যদিও একটা সময় রশিদ সমর্থকদের শান্ত হতে বলেন, ওই স্লোগান দিতে বারণ করেন। বলেন, “এই স্লোগান দেবেন না, আমরা শান্তিপূর্ণভাবে লড়াই করব।” যদিও পাক সেনার ইচ্ছেতেই ইমরান সরকারের পতন হয়েছে বলে সভায় দাবি করেন রশিদ।

ইতিমধ্যে রশিদের বক্তৃতার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, “তোমরা যদি দেশকেই বাঁচাতে চাও তবে রাতের অন্ধকারে নয়, দিনের আলোয় সিদ্ধান্ত নও।” রশিদ এদিন ঘোষণা করেন, “আগমী ২৯ তারিখ ঈদ। তৈরি থাকুন, লাল হাভেলি থেকে ওই দিন থেকে শুরু হবে জেল ভরো আন্দোলন। করাচিতে নেতৃত্ব দেব আমি।” বলেন, আমরা সব সিন্ধিদের বলছি, “তোমরা চোর, ডাকাত।’’

[আরও পড়ুন: রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে ভারতের উপর বাড়ছে চাপ, ভারচুয়াল বৈঠকে মোদি-বাইডেন]

কেবল পাঞ্জাব প্রদেশের সভাতেই নয়, রবিবার ইসলামাবাদ, করাচি, পেশোয়ারের রাস্তাতেও তেহরিক-ই-ইনসাফের মিছিলে ইমরানের সমর্থনে পাক সেনার বিরুদ্ধে ওঠে স্লোগান- ‘চৌকিদার চৌর হ্যায়’।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement