সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুদানে কলেরার থাবা। গত কয়েক সপ্তাহে সেখানে কলেরায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২২ জন। অসুস্থ ৩৫৪ জন। ১৬ মাস ধরে বিধ্বংসী বন্যায় বিপর্যস্ত সুদান। এই পরিস্থিতিতে সুদানে কলেরার প্রাদুর্ভাব দেখা গেল। উদ্বিগ্ন সেদেশের সরকার।
সুদান সরকার ২২ জনের মৃত্যুর কথা বললেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চলতি বছরে এখনও পর্যন্ত সুদানে কলেরায় মৃত্যু হয়েছে ৭৮ জনের। কলেরায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন প্রায় ২৪০০ জনেরও বেশি মানুষ।দীর্ঘদিন ধরেই সামাজিক এবং রাজনৈতিক উত্তেজনায় ভালো নেই সুদান। দেশের সামরিক বাহিনী এবং একটি শক্তিশালী আধাসামরিক গোষ্ঠীর সংঘর্ষে রাজধানী খার্তুম এবং অন্যান্য শহরকে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ওই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ।
এইসঙ্গে শুরু হয়েছে খাদ্যাভাব। ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিষেবা। গৃহহীন অসংখ্য মানুষ। সব মিলিয়ে হাহাকার পরিস্থিতি। এর মধ্যেই বিধ্বংসী বন্যা সুদানের দুর্দশাগ্রস্ত পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলেছে। রাষ্ট্রসংঘের হিসেবে বন্যার কারণে প্রায় ১ লক্ষ ১৮ হাজার মানুষ ঘরছাড়া হয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালে কলেরায় দুই মাসেরও কম সময়ে মৃত্যু হয়েছিল ৭০০ জনের। সেবার প্রায় ২২ হাজার মানুষ অসুস্থ হয়েছিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.