Advertisement
Advertisement

Breaking News

Japan island

ভূখণ্ডে বেজিংয়ের আগ্রাসন? জাপানের দ্বীপ ‘কিনলেন’ চিনা মহিলা!

দ্বীপের মালিকানা রয়েছে সরকারের কাছেই, দাবি জাপানের।

Chinese woman bought Japan island, stirs controversy | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:February 12, 2023 4:56 pm
  • Updated:February 12, 2023 4:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাপানের (Japan) একটি আস্ত দ্বীপ কিনে নিলেন চিনা মহিলা। এই খবর প্রকাশ্যে আসার পরেই বিতর্কের ঝড় উঠেছে দুই দেশের রাজনৈতিক মহলে। জাপানের সার্বভৌম এলাকায় আগ্রাসন চালাচ্ছে চিন (China), এমনটাই মনে করছে জাপানের বিশেষজ্ঞমহল। তবে এই খবরের সত্যতা নিয়ে এখনও সন্দেহ রয়েছে দুই দেশের তরফেই। জনবসতিহীন ইয়ানাহা দ্বীপের মালিকানা আসলে কার, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

জাপানের অকিনাওয়া (Okinawa) দ্বীপের উত্তরদিকে অবস্থিত ইয়ানাহা। জনবসতিহীন এই দ্বীপে ক্যাম্প করে মাছ ধরতে যান অনেকে। জানুয়ারি মাসে ৩০ বছর বয়সি এক চিনা মহিলা এই দ্বীপের একটি ভিডিও প্রকাশ করেন। ইয়ানাহা দ্বীপে তাঁর ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করার পরেই ওই মহিলা দাবি করেন, দ্বীপের মালিকানা রয়েছে তাঁর আত্মীয়ের সংস্থার হাতে। 

Advertisement

[আরও পড়ুন: ১২ দিনের মাথায় ফের আত্মঘাতী হামলা পাকিস্তানে, বিস্ফোরণে নিহত ৪ সেনা, জখম বহু]

জানা গিয়েছে, ওই দ্বীপের অর্ধেক অংশের মালিক টোকিওর একটি সংস্থা। চিনের সঙ্গেও ব্যবসার সম্পর্ক রয়েছে তাদের। তবে সমুদ্রসৈকতের এলাকাগুলি সম্পূর্ণ সরকারের অধীনে। তবে ওই মহিলার ভিডিওতে দেখানো হয়েছে এই দ্বীপ সংক্রান্ত নথিপত্র। সেখানেই লেখা রয়েছে, ইয়ানাহা দ্বীপটি এখন চিনা সংস্থার অধীনে। তবে এই নথিপত্রের সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে।

চিনের নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তির কাছে জমির মালিকানা থাকতে পারে না। এহেন পরিস্থিতিতে একজন মহিলা একটি দ্বীপ কিনে ফেলেছেন, সেই বিষয়টি নিয়ে বেশ খুশি নেটিজেনরা। তবে আশঙ্কিত হয়ে পড়ছে জাপানের রাজনৈতিক মহল। তাদের ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে চিন, এই ঘটনার প্রেক্ষিতে এমনটাই ধারণা করছে জাপান। 

[আরও পড়ুন: ‘ধন্যবাদ ভারত’, উদ্ধারের পর ভারতীয় সেনাকে বার্তা তুর্কি নাগরিকদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement