Advertisement
Advertisement

Breaking News

China Policeman

এবার বন্দুকবাজের হামলা চিনে, তিনজনকে খুন করে পলাতক পুলিশকর্মী

গতবছরই সাহসিকতার পুরস্কার পেয়েছিলেন অভিযুক্ত পুলিশকর্মী।

Chinese policeman killed three people, wounded two | Sangbad Pratidin

ছবি:প্রতীকী

Published by: Anwesha Adhikary
  • Posted:July 28, 2022 3:54 pm
  • Updated:July 28, 2022 9:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বন্দুকবাজের হামলা চিনে (China)। ঘটনায় অভিযুক্ত এক পুলিশ অফিসার। জানা গিয়েছে, হামলায় মৃত্যু হয়েছে তিনজনের। অভিযুক্ত পুলিশের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। অভিযুক্তকে ধরে দিতে পারলে বিরাট অঙ্কের টাকা পুরস্কারও ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। প্রসঙ্গত, চিনের আগ্নেয়াস্ত্র আইন নিয়ে কড়াকড়ি রয়েছে। ফলে চাইলেই বন্দুক কিনতে পারেন না সাধারণ মানুষ।

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে মুচুয়ান এলাকায় ঘটনাটি ঘটেছে। লি কিয়াং নামে ওই অভিযুক্ত ব্যক্তি হঠাৎই আক্রমণ চালায় তিনজনের উপরে। ধারাল অস্ত্রের আঘাতে মৃত্যু হয় তিনজনের। তারপর গুলি চালাতে থাকে ওই পুলিশকর্মী (Gunman)। গুরুতরভাবে আহত হন দু’জন। তারপরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই পুলিশ অফিসার। জানা গিয়েছে, হামলায় ব্যবহার করা অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার পরে প্রশ্ন উঠছে, কর্তব্যরত অবস্থাতেই কি এহেন কাণ্ড ঘটিয়েছেন কিয়াং? সেই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি পুলিশের কর্তারা। 

Advertisement

[আরও পড়ুন: পাক বিদেশমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে জয়শংকর, আলাদা বৈঠক করবেন চিন-রাশিয়ার সঙ্গে]

ইতিমধ্যেই কিয়াংকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ (Chinese Police)। জানা গিয়েছে, কিয়াংকে ধরতে পারলে বা তার সম্পর্কে সঠিক তথ্য দিতে পারলে পনেরো হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। চিনের মুদ্রায় যার পরিমাণ এক লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরই সাহসিকতার জন্য সম্মানিত হয়েছিলেন কিয়াং। এক বৃদ্ধ এবং এক মহিলাকে জলে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিলেন তিনি। সেই কাজের স্বীকৃতি হিসাবেই তাঁকে বীরত্বের পুরস্কার দেওয়া হয়। কিন্তু হামলার ঘটনার পর থেকে পুলিশের ওয়েবসাইটে কিয়াংয়ের পুরস্কার সংক্রান্ত তথ্য মুছে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আগ্নেয়াস্ত্র ব্যবহারে কঠোর নিয়মাবলী রয়েছে চিনে। সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণ মানুষকে বন্দুক কেনার বা ব্যবহার করার অনুমতি দেওয়া হয় না। সাংঘাতিক কোনও ঘটনা আটকানোর ক্ষেত্রেই গুলি চালানোর অনুমতি রয়েছে পুলিশের। সেক্ষেত্রে কেবলমাত্র পিস্তল ব্যবহার করতে পারেন পুলিশকর্মীরা। 

[আরও পড়ুন: বিরোধীদের ধরনাই সার! সাসপেন্ড রাজ্যসভার আরও ৩ সাংসদ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement