সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋণ চাই? মিলবে সহজেই৷ প্রয়োজনের সময় টাকা দিতে হাত বাড়িয়ে বসে আছে একাধিক সংস্থা৷ তবে শর্ত একটাই বন্ধক রাখতে হবে নিজেদের নগ্ন ছবি৷ ঋণদাতারা বরাবরই কিছু মূল্যবান জিনিস জমা নিয়েই ঋণ দিয়ে থাকেন৷ সেই চিরায়ত নিয়মকেই মহিলা ঋণগ্রহীতাদের জন্য এমন অদ্ভুত করে তুলল চিনা অনলাইন ঋণ প্রদানকারী সংস্থাগুলি৷
চিনা এক সংবাদপত্রের প্রকাশিত এক খবরে ছড়িয়েছে চাঞ্চল্য৷ এক মহিলা ঋণগ্রহীতাই সামনে এনেছেন এ খবর৷ অনলাইন দুনিয়ায় নগ্ন ছবি বা ভিডিও ছড়িয়ে পড়া খুব ফিলহাল সময়ে প্রায় মহামারী হয়ে উঠেছে৷ যা রীতিমতো সাইবার ক্রাইমের পর্যায়ভুক্ত৷ সোশ্যাল মিডিয়ার এই অপব্যবহার থেকে সাবধানে থাকেন সারা দুনিয়ার মহিলারাই৷ ঋণখেলাপি রুখতে এবার এরকম শাসানিকেই হাতিয়ার করেছে চিনা ঋণ প্রদানকারী সংস্থাগুলি৷ ওই মহিলা জানাচ্ছেন, প্রথমবার যখন তিনি অল্প অর্থ ঋণ নিয়েছিলেন তখন এই হ্যাপা ছিল না৷ দ্বিতীয়বার আরও ঋণ নেওয়ার সময় যখন টাকার অঙ্ক একটু বেশি হল তখনই তাঁর কাছে নগ্ন ছবি দাবি করে সংস্থা৷ এমনকি ঋণশোধ না করতে পারলে তা প্রকাশ করে দেওয়া হবেও বলে হুমকি দেওয়া হয়৷
এ ঘটনা সামনে আসতে ক্ষোভ জন্মেছে বিভিন্ন মহলে৷ সাইবার অপরাধের মতো একটি কাজকে সম্বল করে কী করে একাধিক সংস্থা এরকম ব্যবসা চালিয়ে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন ওঠে৷ তবে এখনও সে দেশের সরকারের তরফে এই ধরনের সংস্থার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.