Advertisement
Advertisement

Breaking News

পাক সেনাকে প্রশিক্ষণ দিতে করাচিতে হাজির তিনটি চিনা রণতরী

চারদিনের সফরে পাকিস্তানে চিনা রণবহর৷

Chinese navy fleet of three warships arrives at Pakistan's port city Karachi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 11, 2017 3:38 pm
  • Updated:October 7, 2019 2:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ সমৃদ্ধ চিনা রণবহর এসে ভিড়ল পাকিস্তানের করাচি বন্দরে৷ শনিবার চারদিনের সফরে পাকিস্তানে এসে পৌঁছেছে এই চিনা যুদ্ধজাহাগুলি৷ জানা গিয়েছে, প্রশিক্ষণের লক্ষ্যে করাচিতে পৌঁছেছে চিনা রণতরী চাং চুন, জিং ঝৌ ও চোয়া হু৷ এই সফরের আসল উদ্দেশ্য অবশ্য গোপন রেখেছে বেজিং৷

[প্যালেস্তিনীয় শিশুকে স্তন্যদান, মানবিকতার নজির ইজরায়েলি নার্সের]

ইস্ট সি ফ্লিটের ডেপুটি কমান্ডার শেন হাও এই রণবহরের নেতৃত্ব দিচ্ছেন৷ করাচিতে ভিড়তেই রণবহরের আধিকারিক ও চিনা নৌসেনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে ইসলামাবাদ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাক নৌসেনার কর্মী-আধিকারিকরা৷ ছিলেন পাকিস্তানে নিযুক্ত চিনা রাষ্ট্রদূতও৷ রিয়ার অ্যাডমিরাল শেন দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ও স্থায়িত্বের লক্ষ্যেই এই সফর বলে জানিয়েছেন৷

Advertisement

এর পাশাপাশি দুই দেশের নৌসেনার মধ্যে সামরিক সমঝোতা আরও বাড়ানোও এই সফরের অন্যতম উদ্দেশ্য৷ আগামী কয়েকদিন চিন ও পাকিস্তানের নৌসেনার মধ্যে বেশ কয়েকটি যৌথ চুক্তিপত্র স্বাক্ষরিত হবে৷ চলবে দফায় দফায় বৈঠক৷ পাক সেনাকে প্রশিক্ষণ দেবে চিনা নৌসেনা৷ যৌথ সামরিক মহড়াও অনুষ্ঠিত হবে বলে জানা যাচ্ছে৷ এই সফরের শেষে পাক নৌসেনার ফ্লোটিলা ও পিপলস লিবারেশন আর্মির টাস্ক গ্রুপ সমুদ্রে প্যাসেজ এক্সারসাইজ (PASSEX) চালাবে৷

[পাকিস্তানের এই তিন গুণধর ব্যক্তির সন্তান সংখ্যা কত জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement