সংবাদ প্র্তিইন ডিজিটাল ডেস্ক: সাম্যবাদী চিনে বৈষম্য যে কতটা প্রবল তা ফের প্রকাশ্যে এল৷ ‘চৈনিক সমাজতন্ত্রের’ মোড়কে ওই দেশে বাড়ছে পুঁজিবাদীদের দাপট৷ সদ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওয় দেখা যাচ্ছে, নির্ধারিত লক্ষ্যমাত্র পূরণে ব্যর্থ হওয়ায় রাস্তায় হামাগুড়ি দিতে বাধ্য করা হচ্ছে কর্মীদের৷
[পার্লামেন্টে মিলল না সমর্থন, বাতিল মে-র ব্রেক্সিট চুক্তি]
জানা গিয়েছে, প্রত্যেক কর্মীকে একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল সংস্থাটি৷ কর্মক্ষেত্রে তা পূরণ করা ছিল বাধ্যতামূলক৷ তা, আদাজল খেয়ে লেগেও পড়েছিলেন তাঁরা৷ কিন্তু কোম্পানির ফাইনাল রিপোর্টে দেখা গেল অনেকেই লক্ষ্য পূরণে ব্যর্থ৷ তবে এই রিপোর্ট নিয়ে রয়েছে প্রশ্ন৷ সংস্থাটির দেওয়া তথ্য কতটা সত্য তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই৷ যথারীতি ‘অদক্ষ’ কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করল সংস্থাটি৷ সমস্ত মানবিকতা জলাঞ্জলি দিয়ে কর্মীদের বধ্য করা হল ব্যস্ত সড়কে হামাগুড়ি দিতে৷ সংস্থাটির পতাকা হাতে ওই কর্মীদের সামনে হাঁটছিলেন অভিযুক্ত সংস্থাটির এক আধিকারিক৷ ব্যস্ত সড়কে এহেন কাণ্ড দেহে রীতিমতো থ বনে যান পত্থচারীরা৷ অনেক চালকই গাড়ি থামিয়ে নেমে পড়েন৷ শেষমেশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে৷
এদিকে সমস্ত ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ কিন্তু সাজার এহেন ধরন দেখে চমকে উঠেছে সভ্য সমাজ৷ উঠেছে নিন্দার ঝড়৷ নেটিজেনদের রোষের মুখে পড়েছে সংস্থাটি৷ অনেকেই সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি তুলেছেন৷ তবে নির্যাতিত কর্মীদের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই৷ চাকরি বাঁচানোর জন্য আত্মসন্মান জলাঞ্জলি দেওয়াটা কি ঠিক? উঠছে প্রশ্ন৷ তবে পেটের বালাই বড় ভয়ানক৷ চিনের মতো উঠতি অর্থনীতির দেশে অর্থ ক্রমশই একটি বিশেষ শ্রেণির হাতে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে৷ ফলে বাড়ছে পুঁজিবাদীদের দাপট৷ শ্রমিক আইন থাকলেও, তা ‘নাম কা ওয়াস্তে’৷ তাই চাকরি বাঁচাতে মরিয়া কর্মীরা অনেক কিছুই মেনে নিতে বাধ্য হন৷
দেখুন ভিডিও:
This Chinese company has a humiliating punishment for employees who fail to meet their targets. pic.twitter.com/cVod5xyXvI
— SCMP News (@SCMPNews) January 16, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.