সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই দেনা জর্জরিত পাকিস্তানে পা রাখলেন চিনা ধনকুবের জ্যাক মা (Jack Ma)। জানা গিয়েছে, গত ২৯ জুন পাকিস্তানে (Pakistan) গিয়েছিলেন তিনি। মাত্র ২৩ ঘণ্টা সেদেশে ছিলেন তিনি। তবে এই সফরে সংবাদমাধ্যমের ধরাছোঁয়ার বাইরে ছিলেন জ্যাক মা। এই সফর নিয়ে চিনের (China) প্রশাসনও একেবারে অন্ধকারে ছিল বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত, শি জিনপিং প্রশাসনের নয়া ব্যাংক নীতি নিয়ে প্রশ্ন তোলার পর থেকেই কোণঠাসা ছিলেন চিনা ধনকুবের। তাঁর গতিবিধির দিকে কড়া নজর রাখে বেজিং।
পাকিস্তানের এক সংবাদপত্রের সূত্রে জানা গিয়েছে, গত ২৯ জুন ব্যক্তিগত বিমানে চেপে পাকিস্তানে গিয়েছিলেন জ্যাক মা। হংকংয়ের একটি বিমানে চেপে বাংলাদেশ ও নেপাল ঘুরে পাকিস্তান পৌঁছন তিনি। চিনা ব্যবসায়ীর সঙ্গে পাঁচ চিনা নাগরিকের পাশাপাশি ছিলেন এক মার্কিন নাগরিকও। মাত্র ২৩ ঘণ্টা কাটিয়েই পাকিস্তান ছাড়েন তাঁরা। কোনও সরকারি আধিকারিক বা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি জ্যাক মা বা তাঁর সঙ্গীরা। চুপিসারেই দেশ ছাড়েন তাঁরা।
এই সফরের পরেই প্রশ্ন উঠছে, ঋণের বোঝায় জর্জরিত পাকিস্তানে কেন গেলেন মা? বিশেষজ্ঞদের মতে, সম্ভবত ব্যবসা বাড়ানোর লক্ষ্যেই পাকিস্তানে গিয়েছেন চিনা কোটিপতি। এই সফরেই বেশ কয়েকজন আধিকারিকের সঙ্গে মা বৈঠক সেরেছেন বলেও সূত্রের খবর। যদিও সরকারিভাবে এই বৈঠক সম্পর্কে কিছুই জানা যায়নি। অন্য একদলের মতে, ব্যক্তিগত সফর হলেও চিনা ধনকুবেরের এই কাজের ইতিবাচক প্রভাব পড়বে। পর্যটনের ক্ষেত্রে জনপ্রিয়তা পাবে পাকিস্তান। অনেকের দাবি, জ্যাকের সঙ্গে আলোচনায় বসতে পারতেন পাক সরকারের আধিকারিকরা। তার ফলে দেশের বেহাল অর্থনীতির কিছু উন্নতি হতে পারত।
প্রসঙ্গত, গত বছর শোনা গিয়েছিল চিন ছেড়ে পাকাপাকিভাবে জাপানে চলে গিয়েছেন জ্যাক মা। জাপানে বসবাসের পাশাপাশি নিয়মিতই আমেরিকা ও ইজরায়েলে যান জ্যাক। পাশাপাশি জাপানের কান্ট্রিসাইডেও যান। সেখানকার রিসর্টে দিন গুজরান করেন। এবার তাঁর পর্যটনের তালিকায় ঢুকল পাকিস্তানও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.