সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্বল প্রকৃতির প্রেসিডেন্ট বিডেন (Joe Biden)। তাঁর আমলে আমেরিকার সঙ্গে চিনের যুদ্ধ (War) বাঁধতে পারে। এ নিয়ে আগেভাগেই বেজিংকে সতর্ক করলেন জিনপিং সরকারের এক পরামর্শদাতা। তাঁর অনুমান, বিডেন দেশের অভ্যন্তরের সমস্যা সামাল দিতে ব্যর্থ হলেই বিদেশনীতি বা কূটনীতিগত ক্ষেত্রে চমক দিতে পারেন তিনি। সেক্ষেত্রে চিনের (China) সঙ্গে যুদ্ধও বাঁধতে পারে বলে মত ওই পরামর্শদাতার।
শেনঝ্যাঙের এক থিঙ্ক ট্যাংক তথা অ্যাডভাসন্ড ইন্সিটিউট অব গ্লোবাল অ্যান্ড কনটেম্পোরারি চায়না স্টাডিজের ডিন ঝেন ইংয়নিয়ান চিন-মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন। চিনা সংবাদমাধ্যম সূত্রে খবর, বিডেনের আমলে রাতারাতি দু’দেশের সম্পর্ক ভাল হয়ে যাওয়ার কোনও সুযোগ নেই। বরং আমেরিকার সঙ্গে সম্পর্ক ভাল করার কোনও সুযোগ চিনের ছাড়া উচিৎ নয়।
উল্লেখ্য, ট্রাম্পের আমল থেকেই চিন-মার্কিন সম্পর্কে টানাপোড়েন চলছে। কোভিড মহামারী নিয়ে সরাসরি চিনকে নিশানা করেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকী, চিনকে শায়েস্তা করতে একগুচ্ছ বিলও পাশ করিয়েছিলেন তিনি। বিডেন ক্ষমতায় আসার পর সেই সম্পর্কে উন্নতি হওয়ার আশা করছিলেন কূটনীতিবিদদের একাংশ। আপাতত সেই আশায় জল ঢেলে দিল এই সতর্কবার্তা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.