Advertisement
Advertisement

Breaking News

চরমপন্থা বরদাস্ত করব না, মুসলিমদের কড়া হুঁশিয়ারি চিনের

ইসলামের নাম যথেচ্ছাচার চলবে না, বার্তা দিল বেজিং৷

China's religious affairs chief urges muslims to oppose extremism
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 27, 2016 8:14 pm
  • Updated:November 27, 2016 8:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিমদের চরমপন্থা বর্জন করার পরামর্শ দিল চিন৷ চরমপন্থা ছেড়ে চিনা সমাজতন্ত্রের সঙ্গে আরও বেশি করে মুসলিমদের একাত্ম হওয়ার আহ্বান জানাল বেজিং৷

চিনা মুসলিমদের প্রতি এই আহ্বান জানালেন সে দেশের চিফ অফ অ্যাডমিনিস্ট্রেশন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স ওয়াং জুওআন৷ চিনা মুসলিমদের দশম ন্যাশনাল কংগ্রেসে যোগ দিতে এসে এ কথা বলেন জুওয়ান৷ তিনি বলেন, চিনা মুসলিমদের উন্নয়নের জন্য দেশের সমাজতন্ত্রকে অন্তর থেকে গ্রহণ করাটা জরুরি৷ পাশাপাশি তিনি একথাও জানিয়েছেন, মুসলিম ভাবাবেগের উপর সম্পূর্ণ আস্থা থাকলেও রাজনীতি, বিচার ও শিক্ষাব্যবস্থায় কোনওরকম ধর্মীয় হস্তক্ষেপ চিনে বরদাস্ত করা হবে না৷

Advertisement

বেজিংয়ের এই মনোভাব থেকেই স্পষ্ট, সে দেশে ইসলামের নাম কোনওরকম চরমপন্থা সহ্য করা হবে না৷ চিনা প্রশাসন স্পষ্ট করে দিয়েছে, সে দেশে মসজিদ নির্মাণ করতে হলেও সেখানে চিনা প্রভাব সুস্পষ্ট হতে হবে৷ থাকতে হবে জাতীয় প্রতীকের চিহ্নও৷ শুধু ‘বিদেশি’ স্থাপত্যকলার অন্ধ অনুকরণ বরদাস্ত করা হবে না৷ ‘ইসলামিক অ্যাসোসিয়েশন অফ চায়না’ গত ৫ বছরে ভাল কাজ করেছে বলেও দরাজ সার্টিফিকেট দিয়েছেন ওয়াং জুওআন৷

(ভারত থেকে তুলো এবং সবজি আমদানি বন্ধ করল পাকিস্তান)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement