Advertisement
Advertisement
চিন

অধরা মহাকাশের স্বপ্ন, ৬টি স্যাটেলাইট নিয়ে মুখ থুবড়ে পড়ল চিনা রকেট

উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে Kuaizhou-11 (KZ-11) রকেট।

China's Kuaizhou-11 Rocket Fails On Maiden Launch After 3-year Delay
Published by: Monishankar Choudhury
  • Posted:July 11, 2020 1:35 pm
  • Updated:July 11, 2020 1:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মহাকাশে পাড়ি দিতে গিয়ে জোর ধাক্কা খেল চিন। শুক্রবার উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে Kuaizhou-11 (KZ-11) রকেট। এর ফলে পুড়ে ছাই হয়ে যায় রকেটটিতে সওয়ার ছ’টি স্যাটেলাইট। Kuaizhou-11 রকেটের প্রথম উড়ানেই এহেন বিপর্যয়ের ফলে চিনের মহাকাশে জাল বিস্তারের স্বপ্ন জোর ধাক্কা খেয়েছে।

[আরও পড়ুন: বাতাসের মাধ্যমেও ছড়ায় সংক্রমণ, বিজ্ঞানীদের তত্ত্বে ‘সম্মতি’ দিয়ে নয়া গাইডলাইন আনল WHO]

চিনা সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সূত্রে খবর, জুলাইয়ের ১০ তারিখ অর্থাৎ শক্রবার, উত্তর-পশ্চিম চিনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মহাকাশে পাড়ি দেয় রকেটটি। এখনও অবধি চিনের পাঠানো রকেটগুলির মধ্যে পরিধির দিক থেকে বেশ বড় ছিল এই রকেটটি। প্রায় ৭০.৮ টন নিয়ে পাড়ি দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল যানটিকে। কিন্তু উৎক্ষেপণের মিনিট খানেক পরেই ভেঙে পড়ে রকেটটি। নির্ধারিত সময়ে তিন বছর পর রকেটটি তৈরি হলেও সেটি নিয়ে বেশ আশাবাদী ছিলেন চিনা বিজ্ঞানীরা। কিন্তু সমস্ত আশায় জল ঢেলে উড়ানের পর মুহূর্তেই রকেটটিতে দেখা দেয় যান্ত্রিক গোলযোগ। চোখের নিমেষেই ভেঙ্গে পড়ে যানটি। সেই সঙ্গে ধ্বংস হয়ে যায় ৬টি স্যাটেলাইটও।

Advertisement

চিনের এই রকেটটি তৈরি করেছে ‘ExPace Technology Corporation’। এটি চিনের সরকারি মহাকাশ সংস্থা ‘China Aerospace Science and Industry Corporation’-এর (CASIC) অধীনে কাজ করে। জানা গিয়েছে, চিনের ‘DongFang-21’ মিসাইলের আদলেই তৈরি করা হয়েছিল Kuaizhou-11 রকেটটিকে। কম সময়ে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করার উদ্দেশ্যে এটিতে কঠিন জ্বালানি ভরা হয়েছিল। উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে ‘লং মার্চ ফাইভ’ চিনের ভারী রকেটের উৎক্ষেপণ প্রক্রিয়া নির্বিঘ্নে হলেও, এই নিয়ে তিন বার ব্যর্থ হল চিন। একে করোনা, তার উপর জমি বিবাদ, আর এখন রকেট লঞ্চে অসফলতা। সব দিক থেকেই বর্তমানে ব্যর্থতা গ্রাস করছে চিনকে। সবকিছু বিচার করে দেখা যায়, চিন সরকারের এখন শিরে সংক্রান্তি অবস্থা।

[আরও পড়ুন: ‘ভুয়ো’ লাইসেন্সধারী পাইলটে ভরসা নেই, মার্কিন মুলুকে নিষিদ্ধ হল পাক বিমান সংস্থার উড়ান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement