Advertisement
Advertisement

Breaking News

২০ প্রেমিকের উপহারের আইফোন বেচে বাড়ি কিনলেন ‘প্রেমিকা’!

চিনা মিডিয়া ছাড়িয়েও এখন এই কীর্তিমানের খবর ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়া জুড়েই৷

China woman sold 20 iPhones gifted by her boyfriends to buy a House?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 29, 2016 7:12 pm
  • Updated:October 29, 2016 7:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনা সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে কানাকানি করেছে৷ এমনকী তাঁর কীর্তি নাকি ট্রেন্ডিংও৷ তা কীর্তিটা কি? না ২০টি আইফোন ৭ বেচে একটি বাড়ি কিনেছেন এক মহিলা৷ কিন্তু এতে এত চমকাবার কী আছে! চমক আছে অবশ্য এ কাহিনীর শেষে৷ জানা যাচ্ছে, এই আইফোনগুলি তিনি উপহার হিসেবে পেয়েছিলেন তাঁর প্রেমিকদের থেকে৷ বলা ভাল, উপহার দিতে বাধ্য করেছিলেন৷ আর এ কীর্তি যেই শুনছেন সেই তাজ্জব বনে যাচ্ছেন৷ চিনা মিডিয়া ছাড়িয়েও এখন এই কীর্তিমানের খবর ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়া জুড়েই৷

প্রথমেই অনেকেই এ খবরকে গুজব ভেবেছিলেন৷ পরে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সেটিকে নিশ্চিত করেছে৷ কোনও এক ব্লগিং সাইটে এক ব্যক্তি তাঁর সহকর্মীর কথা জানিয়েছেন৷ জানা যাচ্ছে, পারিবারিক কারণে বেশ অর্থকষ্টেই ছিলেন ওই মহিলা৷ বাড়ি কেনা তাঁর পক্ষে ছিল দুঃসাধ্য ব্যাপার৷ কিন্তু অভিনব এক উপায় খুঁজে বের করেন তিনি৷ তা হল এই আইফোন উপহার পাওয়া এবং তা বিক্রি করা৷ তিনি যে একসঙ্গে ২০টি ফোন বিক্রি করেছিলেন তাও নিশ্চিত করা গিয়েছে৷ যে ওয়েবসাইটের মাধ্যমে তিনি বিক্রি করেছিলেন সেটির সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, সত্যিই এক মহিলা একসঙ্গে এতগুলো আইফোন ৭ বিক্রি করেছিলেন৷ সহকর্মীটির কথা অনুযায়ী, এগুলো সব ওই মহিলা পেয়েছিলেন তাঁর তথাকথিত প্রেমিকদের থেকে৷ বলা ভাল, প্রেমিকদের এই উপহার দিতে তিনি বাধ্যই করেছিলেন৷ পরে এই টাকায় নাকি তিনি ফ্ল্যাটের ডাউন পেমেন্ট করেন৷

Advertisement

সামাজিক সম্মানের স্বার্থেই মহিলার পরিচিতি সামনে আনা হয়নি৷ তবে এ খবর ছড়িয়ে পড়ার পর সকলের জিজ্ঞাসা একটাই, সেই ২০ প্রেমিক গেল কোথায়? বলা বাহুল্য এর কোনও উত্তর মেলেনি৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement