Advertisement
Advertisement

Breaking News

China

‘আগুন নিয়ে খেলবেন না’, তাইওয়ান নিয়ে আমেরিকাকে হুমকি চিনের

ঘনাচ্ছে যুদ্ধের মেঘ!

China Warns US for Taiwan issue। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:August 17, 2023 10:02 am
  • Updated:August 17, 2023 10:08 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আগুন নিয়ে খেলবেন না’। তাইওয়ান নিয়ে আমেরিকাকে এমনটাই হুঁশিয়ারি দিল চিন। কয়েকদিন আগেই মার্কিন মুলুকে গিয়েছিলেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়ম লাই। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছিল চিন। এবার সরাসরি ওয়াশিংটনকে আক্রমণ শানাল বেজিং।

চিনের সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাশিয়ার মস্কোয় আন্তর্জাতিক সুরক্ষা বৈঠকে যোগ দিয়েছিলেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী লি সাংফু। সেখান থেকেই আমেরিকাকে কড়া বার্তা দেন তিনি। ক্ষোভ উগড়ে সাংফু বলেন,”আগুন নিয়ে খেলছে আমেরিকা। চিনের বিরুদ্ধে তাইওয়ানকে ব্যবহার করছে ওয়াশিংটন। কিন্তু তাদের এই পদক্ষেপ নিশ্চিতভাবে ব্যর্থ হবে।”

Advertisement

প্রসঙ্গত, চিনের সঙ্গে আমেরিকার সংঘাত বহুদিনের। গত বছর মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরেও আগ্রাসী মনোভাব নিয়েছিল চিন। এর মধ্যেই আগুনে ঘি ধালার মতো কাজ করেছে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্টের মার্কিন সফর। কারণ আগামী বছর এই দ্বীপ রাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন লাই। তাই নির্বাচনের আগে তাঁর মার্কিন মুলুকে যাওয়া একেবারেই ভাল চোখে দেখছে না জিনপিং প্রশাসন। লাইকে ঝাঁঝালো সুরে আক্রমণ করে চিনের বিদেশমন্ত্রক বলেছে, “লাই প্রথম থেকেই সমস্যা তৈরি করছেন।”

অন্যদিকে, পালটা নিজের বক্তব্য রেখেছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, “তাইওয়ান নিরাপদে থাকলে গোটা বিশ্ব নিরাপদে থাকবে। তাইওয়ানে শান্তি থাকলে গোটা বিশ্বে শান্তি বজায় থাকবে।” 

[আরও পড়ুন: আসরে ‘উদ্বিগ্ন’ আমেরিকা, গির্জা ধ্বংসে পাকিস্তানকে একহাত নিল ওয়াশিংটন]

উল্লেখ্য, লাইয়ের মার্কিন সফরের বিষয়টি প্রকাশ্যে আসতেই তাইওয়ান ঘিরে লাল ফৌজের সামরিক মহড়ার তীব্রতা বেড়েছে। ইতিমধ্যেই দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করতে সমস্ত রকম আগ্রাসী পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়ে দিয়েছে চিন। যার জেরে চাপানউতোর বাড়ছে চিন-তাইওয়ান সীমান্তে। কয়েকদিন আগেই দ্বীপরাষ্ট্রের সীমান্তে চিনের যুদ্ধবিমান ও রণতরী দেখতে পাওয়া গিয়েছিল। যার মধ্যে ১০টি বিমান তাইওয়ানের ‘এয়ার ডিফেন্স জোনে’ঢুকে পড়েছিল। লাল ফৌজের এই আগ্রাসানের পালটা জবাব দিতে যুদ্ধবিমান, মিসাইল সিস্টেম, রণতরী প্রস্তুত রাখছে তাইওয়ান প্রশাসন।

[আরও পড়ুন: মার্কিন ফৌজে ‘কৃষ্ণাঙ্গ বিদ্বেষ’ কাঁটায় আমেরিকাকে বিঁধল কিমের দেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement