সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূরত্বটা মোটেও চাট্টিখানি কথা নয়। তার উপর আবার রয়েছে সীমান্ত নিয়ে সমস্যা। সেই সব ঝক্কি সামলে টানা ভারত থেকে চিন পর্যন্ত রেলপথ?
আকাশ-কুসুম কল্পনা না কি?
তা কিন্তু নয়। ভারতের উপর নির্ভরশীলতা কমানোর জন্য ভূমিকম্পের পরে নেপালের পাশে দাঁড়িয়েছিল চিন। তখনই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, ভায়া তিব্বত রেলপথ আর সড়কপথে যুক্ত হবে চিন আর নেপাল। সেই পরিকল্পনারই পরবর্তী পদক্ষেপে ভারতকেও রেলপথে জুড়তে চাইছে চিন।
কথা আছে, ২০২০ সালের মধ্যেই রেলপথে সংযুক্ত হবে নেপাল আর চিন। চিনের রাসুওয়াগাধি থেকে নেপালের বীরগঞ্জ পর্যন্ত রেল চলবে। এই বীরগঞ্জ থেকে বিহার বর্ডারের দূরত্ব মাত্র ২৪০ কিলোমিটার। তাই বিহার বর্ডার পর্যন্ত রেলপথ সংযুক্তিকরণের কথা ভাবছে চিন। এই নিয়ে তাড়াতাড়িই ভারত সরকারের সঙ্গে আলোচনায় বসবে তারা।
চিনের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হলে বাণিজ্যিক দিক থেকে উপকৃত হবে দুই দেশই! সেই উপকারের ভাগ পাবে নেপালও। তবে, চিন আর ভারতের মধ্যে রাজনৈতিক সম্পর্ক এখনও পর্যন্ত খুব একটা সহজ নয়। এরকম পরিস্থিতিতে চিনের প্রস্তাবে দেশ সাড়া দেয় কি না, সেটাই এখন দেখার!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.