Advertisement
Advertisement
China

কূটনীতিকদের উপর মাইক্রোওয়েভ শক্তির হামলা চিনের, দাবি মার্কিন সংস্থার

আমেরিকার ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের বিশেষজ্ঞরা এই দাবি করেছেন।

China used microwave weapon against US diplomats | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:December 7, 2020 5:45 pm
  • Updated:December 7, 2020 5:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের উপর মাইক্রোওয়েভ এনার্জি নিয়ে হামলা চালিয়েছিল চিন (China)। এর ফলে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁরা। আমেরিকার ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের বিশেষজ্ঞরা এই দাবি করেছেন।

[আরও পড়ুন: মহাকাশে ইতিহাস, দূরের গ্রহাণু থেকে নিরাপদে নমুনা সংগ্রহ জাপানি মহাকাশযানের]

ওই বিশেষজ্ঞ বিজ্ঞানীরা মার্কিন সরকারের কাছে যে রিপোর্ট জমা দিয়েছেন তাতে বলা হয়েছে, ২০১৬ সালে কিউবার রাজধানী হাভানায় মার্কিন দূতাবাসের কূটনীতিক, কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তীব্র মাথার যন্ত্রণা, বমি, স্নায়ু বিকল হওয়া সহ নানা উপসর্গ দেখা দিয়েছিল। শরীরে তাপমাত্রা হঠাৎই বেড়ে গিয়েছিল তাঁদের। অথচ বিষ গ্যাস প্রয়োগ বা খাবারে বিষক্রিয়ার মতো কোনও ঘটনা ঘটেনি। অসুস্থতার কারণ ছিল রহস্যজনক। এক বছর পর ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চিনের গুয়াংঝাউতে মার্কিন কনস্যুলেটে। সেখানেও উপসর্গ ছিল একই। হঠাৎই একসঙ্গে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মার্কিন কূটনীতিকরা। তদন্তে জানা গিয়েছে, দুটি ঘটনাতেই উচ্চতর কম্পাঙ্ক যুক্ত শক্তিশালী রেডিও ফ্রিকোয়েন্সি বা মাইক্রোয়েভ এনার্জির তরঙ্গ কাজে লাগিয়ে এভাবে হামলা চালানো হয়েছিল মার্কিন কূটনীতিকদের উপর। আমেরিকাকে শিক্ষা দিতে এবং আমেরিকাকে ভয় পাওয়াতেই এই প্রযুক্তি কাজে লাগিয়েছিল চিনা গুপ্তচররা।

Advertisement

তদন্তে কিছু প্রমাণও পেয়েছেন মার্কিন গোয়েন্দারা। সেগুলিই পরে তুলে দেওয়া হয়েছিল ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের বিজ্ঞানীদের হাতে। আমেরিকার মতে, কিউবাতেও রয়েছে চিনের শক্তিশালী উপস্থিতি। সেখানে প্রচণ্ড সক্রিয় চিনা গুপ্তচররা। মার্কিন বিদেশ দফতর এই দুটি ঘটনাকেই গুরুত্ব দিয়ে দেখছে। ট্রাম্প প্রশাসন সূত্রে খবর, এই ঘটনার পুনরাবৃত্তি রুখতে ব্যবস্থা নিচ্ছে আমেরিকা।

[আরও পড়ুন: ‘হিন্দুত্ববাদী ভারত সরকার পাঞ্জাবি কৃষকদের জন্য ভাবে না’, খোঁচা পাকিস্তানের মন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement