Advertisement
Advertisement
মাসুদ আজহার

চাপে ইসলামাবাদ, মাসুদ ইস্যুতে ভারতের পাশে দাঁড়াতে চলেছে চিন!

বুধবারই সম্ভবত চূড়ান্ত মতামত জানাতে চলেছে বেজিং৷

China to support Masood Azhar to be designated global terrorist

ফাইল ফটো

Published by: Tanujit Das
  • Posted:April 30, 2019 4:58 pm
  • Updated:April 30, 2019 4:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের দাবিকে সমর্থণ করে মাসুদ আজহার ইস্যুতে এবার কি মত পালটাতে চলেছে চিন? সূত্রের খবর, জইশ-ই-মহম্মদের প্রধানকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ ঘোষণা করার বিষয়ে সম্ভবত সবুজ সংকেত দিতে চলেছে জিনপিং প্রশাসন৷ ১ মে রাষ্ট্রসংঘে মাসুদ ইস্যুতে মতামত জানাতে চলেছে তাঁরা৷ আর যদি সত্যিই তেমনটা হয়, তবে একদিকে পাকিস্তানের রক্তচাপ বাড়তে চলেছে৷ এবং অন্যদিকে বিশাল কূটনৈতিক সাফল্য পেতে চলেছে কেন্দ্রের মোদি সরকার৷ এমনটাই মনে করছে আন্তর্জাতিক মহল৷

[আরও পড়ুন: মাদক-সহ গ্রেপ্তার, ২ বছরের জেল কিংস ইলেভেন পাঞ্জাবের সহ-মালিকের]

Advertisement

কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক জানান, ‘‘মে দিবসে মাসুদের মৃত্যুঘণ্টা বাজতে চলেছে৷ ওইদিনই মাসুদকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ ঘোষণা করতে চলেছে রাষ্ট্রসংঘ৷ আমেরিকা, ফ্রান্স. ব্রিটেন ও ভারতের সঙ্গে সেই প্রস্তাবে সায় দেবে চিনও৷’’ জানা গিয়েছে, গত সপ্তাহে ভারত সফরে এসেছিলেন মার্কিন ডেপুটি প্রিন্সিপাল সেক্রেটারি এলিস ওয়েলস৷ তিনিও তখন এই বিষয়ে ইঙ্গিত দেন৷ এমনকী, চলতি মাসের শুরুতে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র জেং শুয়াং জানান, “নিরাপত্তা পরিষদের ১২৬৭ নম্বর আল কায়দা সংক্রান্ত নিষেধাজ্ঞা কমিটির কাছে মাসুদ আজহারের বিরুদ্ধে প্রস্তাব পাঠানো হয়েছে। মাসুদকে ‘বিশ্ব সন্ত্রাসী’ তকমা দিতে এই প্রস্তাব যাতে পাশ হয় সে ব্যাপারে বেশ কিছু ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে।”

[আরও পড়ুন: ২০০ বছরের প্রথা ভেঙে সিংহাসন ত্যাগ করলেন জাপানের সম্রাট আকিহিতো ]

উল্লেখ্য, ২০১৬-র পাঠানকোট হামলার পর, এবছরের ১৪ ফেব্রুয়ারি আবারও কাশ্মীরকে রক্তাক্ত করেছে মাসুদের নেত়ত্বাধীন জঙ্গি সংগঠন৷ এক জইশ জঙ্গির আত্মঘাতী হামলায় শহিদ হয়েছেন চল্লিশ জনের বেশি ভারতীয় জওয়ান৷ এরপর থেকেই মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করতে আরও তৎপর হয় ভারত৷ নয়াদিল্লির পাশে দাঁড়ায় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া৷ কিন্তু চতুর্থবারের জন্য এই ইস্যুতে ভেটো ক্ষমতা প্রয়োগ করে চিন৷ এবং সব ঋতুর বন্ধু পাকিস্তানকে স্বস্তি দিয়ে মাসুদকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ ঘোষণা করার দাবিকে খারিজ করে দেয় চিন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement