ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও বেশি করে ভারত বিরোধিতার পথে মালদ্বীপ (Maldives)! এবার তাদের বিনামূল্যে সামরিক সহায়তা দেবে চিন (China)। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করে তুলতেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বেজিংয়ের তরফে জানানো হয়েছে।
প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েই চিনপন্থী মহম্মদ মুইজ্জু সাফ জানিয়েছিলেন, মালদ্বীপ থেকে সেনা সরিয়ে নিতে হবে ভারতকে (India)। সেই মতোই কয়েকদিন আগে মালদ্বীপ থেকে সেনা সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তার মধ্যেই নতুন চুক্তি সই করল মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রক। সোমবার চিনের সামরিক বিভাগের এক কর্তার সঙ্গে বৈঠক করেন মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মহম্মদ ঘাসেন মামুন। সেই বৈঠকের পরেই দুই দেশের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করে তুলতে এই চুক্তি। মন্ত্রকের এক্স হ্যান্ডেলে বলা হয়, বিনামূল্যেই মালদ্বীপকে সামরিক সাহায্য করবে চিন। তবে সামরিক ক্ষেত্রে মালদ্বীপকে ঠিক কীভাবে সাহায্য করবে চিন, সেই নিয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। প্রসঙ্গত, মালদ্বীপকে ১২টি ইকো ফ্রেন্ডলি অ্যাম্বুল্যান্স উপহার দিয়েছিল চিন। তার পরেই জানা যায় দুই দেশের চুক্তির খবর।
প্রসঙ্গত, সেনা সরানোর নির্দেশ পেয়েই ভারতের তরফে সাফ জানানো হয়, দীর্ঘদিন ধরে মালদ্বীপের আমজনতাকে সাহায্য করেছে ভারত এবং আগামী দিনেও তাই করবে। সেই প্রস্তাবে সায় দেয় মালদ্বীপের বিদেশ মন্ত্রক। সেনার পরিবর্তে সমসংখ্যক ভারতীয় প্রযুক্তিবিদরা রয়েছেন সেদেশে। তবে ভারতীয় সেনাকে ‘তাড়িয়ে’ চিনের থেকে বিনামূল্যে সামরিক সাহায্য নিচ্ছে মালদ্বীপ, সেই বিষয়টি ভারতের কাছে যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মালদ্বীপকে হাতে রেখে ভারত মহাসাগরে প্রভাব বাড়াচ্ছে চিন, আশঙ্কা থেকেই যাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.