Advertisement
Advertisement

Breaking News

ভারতে এসেও জঙ্গি মাসুদের পাশেই দাঁড়ালেন চিনা প্রতিনিধি

জঙ্গিদের মদতদাতা পাকিস্তানের পাশে থাকার বার্তা৷

China stands by Pakistani terrorist Masood Azhar

ফাইল ফটো

Published by: Tanujit Das
  • Posted:October 24, 2018 3:36 pm
  • Updated:October 24, 2018 3:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসুদ আজহার ইস্যুতে কোনওভাবেই যে তাদের মনোভাব বদলাচ্ছে না, আবারও তা সাফ জানাল চিন৷ মঙ্গলবার, তা স্পষ্ট করলেন চিনের পাবলিক সিকিউরিটি দপ্তরের প্রতিমন্ত্রী জোহাও কেজহি৷ জানালেন, জইশ প্রধানকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করে কালো তালিকাভুক্ত করার যে দাবি ভারত জানিয়েছে, তার উত্তর আগেই দিয়ে দিয়েছে বেজিং৷ ফলে আরও একবার জঙ্গিদের মদতদাতা ‘বন্ধু’ পাকিস্তানের পাশে দাঁড়াল লালচিন৷ জঙ্গি মাসুদকে আড়াল করল জিনপিং প্রশাসন৷

[উনিশের ভোটের পর ফের ভারতকে শান্তির বার্তা দেবে পাকিস্তান]

Advertisement

মঙ্গলবার নয়াদিল্লিতে, বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও চিনের পাবলিক সিকিউরিটি দপ্তরের প্রতিমন্ত্রী জোহাও কেজহি৷ সূত্রের খবর, বৈঠকে আলোচনার তালিকায় উঠে আসে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করা বিষয়টি৷ আলোচনা হয় সীমান্তে শান্তি বজায় রাখার বিষয়ে৷ কারণ, সীমান্ত পেড়িয়ে মাঝে মধ্যেই ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের অভিযোগ ওঠে চিনা সেনার বিরুদ্ধে৷ ডোকলাম পরবর্তী সময়েও একাধিকবার এমন ঘটনার প্রত্যক্ষ করা গিয়েছে৷ যা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চিন সম্পর্ক৷ এরপরই মাসুদ ইস্যুতেও চিনের অবস্থান জানান সেদেশের মন্ত্রী৷ বলেন, “মাসুদ প্রসঙ্গে ভারতের যে দাবি, তার উত্তর আমরা আগেই দিয়ে দিয়েছি৷ আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি৷ চিন সর্বদাই সন্ত্রাসবাদের বিরোধিতা করে আসেছে৷ আন্তর্জাতিক মহলেও সন্ত্রাসবাদের বিরোধিতা করে সরব হয়েছে চিন৷ কিন্তু এক্ষেত্রে সমস্ত বিষয় বিবেচনা করেই আমরা নিজেদের সিদ্ধান্ত ঘোষণা করেছি৷ আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে এবং তা আরও কঠোর করতে সর্বদাই সহযোগীদের সঙ্গে কাজ করব আমরা৷”

[দুর্ভিক্ষে ধুঁকছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন, অভুক্ত ৪ লক্ষ মানুষ]

২০১৬-র পাঠানকোট হামলার পর থেকেই মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার চেষ্টা চালাচ্ছে ভারত৷ নয়াদিল্লির পাশে দাঁড়িয়ে গত বছরের জানুয়ারি মাসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে এই বিষয়ক প্রস্তাব পেশ করে আমেরিকা৷ এই প্রস্তাবে ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া সহমত পোষণ করলেও, তা মেনে নেয়নি চিন৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যেকোনও প্রস্তাবে ভেটো জারি করার ক্ষমতা রয়েছে চিনের। সেই বিশেষ ক্ষমতা প্রয়োগ করেই মার্কিন প্রস্তাব খারিজ করে দেয় পাকিস্তানের সব ঋতুর বন্ধু৷ গত বছরের আগস্ট মাসে প্রথমবার প্রয়োগ করা ভেটোর মেয়াদ শেষ হলে, একই পদ্ধতিতে মাসুদ ইস্যুকে পুরোপুরি হিমঘরে পাঠিয়ে দেয় বেজিং৷ নিজেদের ক্ষমতাকে কাজে লাগিয়েই বারবারই কুখ্যাত জঙ্গি মাসুদ আজহারকে এখনও আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে শি জিনপিং প্রশাসন। ফলে নিরাপত্তা পরিষদের ১৪টি সদস্য রাষ্ট্র মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার প্রস্তাবে একমত হলেও, তা কার্যকর করা যায়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement