Advertisement
Advertisement

Breaking News

China

দুঘণ্টায় রক্তাক্ত ট্রাম্পের ছবি দিয়ে টি-শার্ট ছাপাল চিন! অনলাইনে দেদার বিক্রি

কীভাবে এত কম সময়ে টি-শার্ট তৈরি করল চিন?

China sold 'defiant Trump' T-shirts within hours of assassination bid
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 15, 2024 6:24 pm
  • Updated:July 15, 2024 6:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনসভায় বক্তৃতা দেওয়ার সময় রক্তাক্ত হন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দলীয় কর্মীর ছোড়া গুলি কান ঘেঁষে বেরিয়ে যায় তাঁর। সঙ্গে সঙ্গে কান চেপে বসেন বর্ষীয়ান নেতা। এই দৃশ্য দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। আর দুঘণ্টার মধ্যে ট্রাম্পের আক্রান্ত হওয়ার সেই ছবি দিয়ে টি-শার্ট ছাপিয়ে তাক লাগিয়ে দিয়েছে চিন। অনলাইনে দেদার বিকোচ্ছে সেই টি-শার্ট।

শনিবার পেনসিলভ্যানিয়ার বাটলারে নির্বাচনী জনসভায় গিয়ে মৃত্যুর মুখোমুখী হয়েছিলেন রিপাবলিকান নেতা। কয়েক মিলিসেকেন্ডের ব্যবধান না থাকলে হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকসের ছোড়া গুলি সরাসরি ফুঁড়ে দিত ট্রাম্পের মাথার খুলি। এই ঘটনা প্রকাশ্যে আসার দুঘণ্টা পর প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, তার আগেই নাকি রক্তাক্ত ট্রাম্পের ছবি দিয়ে হাজার হাজার টি-শার্ট ছাপিয়ে ফেলে চিনের এক টি-শার্ট প্রস্তুতকারী সংস্থা।

Advertisement

[আরও পড়ুন: দেশবিরোধী কাজ! ইমরান খানের দলকে নিষিদ্ধ করার ভাবনা পাক সরকারের

ট্রাম্প আক্রান্ত হওয়ার মাত্র দুণ্টার মধ্যেই কী ভাবে এই টি-শার্ট তৈরি করে ফেলে চিন তা নিয়ে চর্চা শুরু হয় আন্তর্জাতিক মহলে। এনিয়ে ওই চিনা টি-শার্ট প্রস্তুতকারী সংস্থাটির অন্যতম কর্ণধার লি জিনওয়েই জানান, “ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার পরেই এই বিষয়ের উপরে টি-শার্ট চেয়ে আমেরিকা এবং চিনের প্রায় ২০০০ জন আবেদন করেন। ডিজিটাল প্রিন্টিং টেকনোলজির সাহায্যে দ্রুত টি-শার্টের উপর ছবি ছাপানো সম্ভব হয়েছে। তার পরই অনলাইনে ওই টি-শার্টগুলো বিক্রির জন্য ছেড়ে দেওয়া হয়। হু হু করে তা বিক্রিও হতে শুরু করে।” 

ঘটনার পরে ট্রাম্প সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন সোশাল মিডিয়ায়। তিনি লেখেন, ‘বুলেট আমার ডান কানের উপরের অংশ ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। বুলেট আমার ত্বক ছুঁয়ে যেতেই বসে পড়ি। খুব রক্ত পড়ছিল। বুঝতে পারছিলাম ঠিক কী ঘটে গিয়েছে।’আপাতত নিউ জার্সির বাড়িতে ফিরে গিয়েছেন রিপাবলিকান নেতা। তবে এত কিছুর পরও থামার পাত্র নন ট্রাম্প। প্রচার চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: মৃত্যুর মুখ থেকে ফিরেছেন ট্রাম্প, স্বামীর বিপদে ভালোবাসার পথে হাঁটার বার্তা মেলানিয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement