Advertisement
Advertisement

Breaking News

China

পাকিস্তানের সংবাদমাধ্যম চিনের নিয়ন্ত্রণে! বিস্ফোরক দাবি মার্কিন রিপোর্টে

নিউজক্লিকের প্রতিষ্ঠাতার গ্রেপ্তারির মধ্যেই নতুন অভিযোগ বেজিংয়ের বিরুদ্ধে।

China seeks to control Pakistani media, claims US report। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 5, 2023 4:58 pm
  • Updated:October 5, 2023 4:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের সংবাদমাধ্যমকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে চাইছে চিন। এমনই দাবি এক মার্কিন রিপোর্টের। সেই ওই রিপোর্টে পরিষ্কার অভিযোগ, গোটা বিশ্বের সংবাদমাধ্যমকেই নিয়ন্ত্রণ করতে চাইছে বেজিং। সদ্য চিনের মদতপুষ্ট হয়ে ভারতবিরোধী প্রচার চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে। এর মধ্যেই সামনে এল বিস্ফোরক এই রিপোর্ট।

রিপোর্টের দাবি, পাক (Pakistan) সংবাদমাধ্যমকে ইতিমধ্যেই প্রায় নিয়ন্ত্রণে এনে ফেলেছে চিন (China)। এর মধ্যে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর সংক্রান্তও ‘মিথ্যা তথ্য’ নিয়ন্ত্রণও রয়েছে। এছাড়াও রাশিয়ার সঙ্গে হাত মিলিয়েছে বেজিং। তাদের লক্ষ্য আরও বেশি দেশের সঙ্গে হাত মিলিয়ে চিনের কমিউনিস্ট সরকার বিরোধী খবর প্রচার রোখা। এর মধ্যে পাকিস্তানের ক্ষেত্রে তারা অনেকটাই সফল হয়েছে বলে দাবি।

Advertisement

[আরও পড়ুন: দিল্লি দাঙ্গার নেপথ্যে ইসলামিক স্টেট! পুলিশের তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য]

প্রসঙ্গত, নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের সন্ত্রাসদমন শাখা। গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক অমিত চক্রবর্তীও। পুলিশের দাবি, দুই অভিযুক্ত ১১৫ কোটি টাকা পেয়েছিলেন দেশের ত্রুটিপূর্ণ মানচিত্র তৈরি করার জন্য। প্রসঙ্গত, চিন বারবারই যে দাবি করে, তাকেই মান্যতা দেওয়ার জন্য জনমত তৈরির দায়িত্ব নিয়েছিল নিউজক্লিক, অভিযোগ তেমনই।

[আরও পড়ুন: মৃত অন্তত ১৪, বিপর্যস্ত সিকিমে নিখোঁজ শতাধিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement