সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাচের তৈরি সেতু দেখা যেতে পারত কোনও কল্পবিজ্ঞানের গল্পে৷ হলিউডের ব্লকবাস্টার সায়েন্স ফিকশন অবতার-এ তা দেখাও গিয়েছিল৷ কিন্তু এবার দেখা গেল বাস্তবেই৷ চিনে পর্যটকদের জন্য খুলে দেওয়া হল বিশ্বের বৃহত্তম ও দীর্ঘতম কাচের সেতু৷
কাচের সেতু অর্থে এ সেতুর নীচের অংশ একাধিক কাচের প্যানেলে তৈরি৷ মাটি থেকে প্রায় ৩০০মিটার উপরে অবস্থান সেতুটির৷ সেখান খেকে নিচের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন পর্যটকরা৷ দৈর্ঘ্যে ৪৩০ মিটার লম্বা ও সেতুটি চওড়া প্রায় ৬ মিটার৷ হুনান প্রদেশের এই সেতুটির নিচেই আছে একটি গিরিখাত৷ সুতরাং দৃশ্য যে মনোরম তা বলার অপেক্ষা রাখে না৷
বিশ্বের অন্যতম বিস্ময় এই কাচের সেতু তৈরি হয়েছে ইজরায়েলি স্থপতি হেইম দোতানের ভাবনায়৷ এই সেতুর নির্মাণ বৈশিষ্টে তিনি বিশ্বে রেকর্ড করেছেন বলা যায়৷ কিন্তু সেতু কতটা নিরাপদ? এ সন্দেহ দূর করতে নানা পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ৷ চলতি বছরের গোড়াতেই নানা পরীক্ষা করা হয় সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে৷ গাড়ি চালিয়ে বা হাতুড়ি দিয়ে আঘাত করে দেখা হয় কাচ কতটা ভার বহন করতে পারে৷ নিরাপত্তা নিয়ে যথেষ্ট সন্তুষ্টির পরই পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সেতুটি৷ প্রতিদিন প্রায় ৮০০০ মানুষ সেতুতে উঠতে পারবেন বলে জানানো হচ্ছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.