Advertisement
Advertisement

চিনকে সতর্ক করলেন ওবামা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত দক্ষিণ চিন সাগর প্রসঙ্গে চিনকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেছেন, চিনের উচিত আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আরও সহনশীল হওয়া ও দক্ষিণ চিন সাগরে ‘দাদাগিরি’ বন্ধ করা৷ চিনা প্রেসিডেন্ট শি জিংপিংকে ওবামা এও বলেছেন, আজ আমেরিকা যে বিশ্বের প্রথম সারির একটি দেশ, তার অন্যতম কারণ আমেরিকা […]

China needs to restrain itself and behave responsibly at the world stage: Obama
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 5, 2016 4:20 pm
  • Updated:September 12, 2023 3:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত দক্ষিণ চিন সাগর প্রসঙ্গে চিনকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেছেন, চিনের উচিত আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আরও সহনশীল হওয়া ও দক্ষিণ চিন সাগরে ‘দাদাগিরি’ বন্ধ করা৷ চিনা প্রেসিডেন্ট শি জিংপিংকে ওবামা এও বলেছেন, আজ আমেরিকা যে বিশ্বের প্রথম সারির একটি দেশ, তার অন্যতম কারণ আমেরিকা জানে কোথায় থামতে হয়৷ চিনকেও সেটা শিখতে হবে৷ ওবামার মতে, চিন এখনও উদীয়মান দেশ৷ বেজিংকে বুঝতে হবে, তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ প্রতিবেশীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে৷

চিনে উড়ে যাওয়ার আগে সিএনএন-এর সাক্ষাৎকারে ওবামা বলেছেন, “আমাদের মনে রাখতে হবে, আমরা যখন নিজেদের আন্তর্জাতিক আইনে নিজেদের বেঁধে ফেলি, তখন সেটা নিজের দেশ ও দেশবাসীর কথা ভেবেই করি৷ দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক আইন মেনে চলে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে৷ তাতে নিজেদেরই লাভ৷”

Advertisement

এরপরই চিনের নাম না করে ওবামার সতর্কবার্তা, “যদি কেউ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, যেমন আমরা দেখছি দক্ষিণ চিন সাগরে ঘটেছে, তাহলে সংশ্লিষ্ট দেশকে মাথায় রাখতে হবে ফলাফল কী হতে পারে৷” তিনি আরও জানান, চিন ও আমেরিকাকে পরস্পরের শত্রু হতে হবে এমনটা ভাবা ভুল৷ অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশ একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা চালাতেই পারে৷ ওবামার দাবি, যেহেতু চিনে কমিউনিস্ট পার্টি আজীবন শাসনব্যবস্থা পরিচালনা করে যাচ্ছে, তাই চিনের বৈদেশিক নীতি আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলির বিরোধী৷ কিন্তু সময় হয়েছে মনোভাব পাল্টানোর, সাফ কথা ওবামার৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement