Advertisement
Advertisement

Breaking News

China

চিনের পরমাণু অস্ত্রভাণ্ডারের রাশ কার? ‘রকেট ফোর্সে’ বড় রদবদল জিনপিংয়ের

কেন এই রদবদল?

China makes major change in rocket force | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:August 2, 2023 6:36 pm
  • Updated:August 2, 2023 6:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য বিদেশমন্ত্রী পদে ওয়াং ই-কে ফিরিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। এবার পরমাণু অস্ত্রভাণ্ডারের দায়িত্বে থাকা রকেট ফোর্সেও বড়সড় রদবদল করলেন তিনি। বাহিনীর প্রধান হিসেবে এবার নৌসেনার ডেপুটি কমান্ডার ওয়াং হাউবিনকে নিযুক্ত করলেন শি।

চিনের সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, রকেট ফোর্সের কমান্ডার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে লি ইউচাউকে। তাঁর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে। তদন্তকারীদের রাডারে রয়েছে ইউচাউয়ের দুই সহযোগীও। তাৎপর্যপূর্ণ ভাবে, পিপলস লিবারেশন আর্মি বা চিনের ফৌজে দুর্নীতি গভীরে শিকড় জমিয়েছে। তাই ক্ষমতায় এসেই ‘সাফাই অভিযান’ শুরু করেছেন প্রেসিডেন্ট শি। তবে অনেকেরই দাবি, ক্ষমতা নিরঙ্কুশ করতে সেনার অন্দরে বিরোধীদের কোণঠাসা করছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: অস্বস্তিতে ট্রাম্প, নির্বাচনের ফলাফল বদলানোর চেষ্টার অভিযোগে বিদ্ধ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট]

জানা গিয়েছে, হাউবিনের সহকারী এবং ‘পলিটিক্যাল কমিসার’ পদে জু জিশেংকে। এর আগে তিনি লালফৌজের বায়ুসেনায় ছিলেন। ঘটনাচক্রে, প্রাক্তন বিদেশমন্ত্রী কিন গ্যাংয়ের মতোই গত কয়েক মাস ধরে জেনারেল লি ইউচাও ও তাঁর সহযোগীরাও নাকি ‘লোকচক্ষুর আড়ালে’ রয়েছেন। চল্লিশ বছরে এই প্রথম রকেট ফোর্সের এত বড় পদে বাইরে থেকে কাউকে নিয়োগ করা হয়েছে।

তাইওয়ান দখল করতে চিনের (China) যে নীল নকশা, তাতে বিরাট ভূমিকা রয়েছে রকেট ফোর্সের। এবার সেই বাহিনীতে নিজের পছন্দের অফিসারদের নিয়োগ করে বড় বার্তা দিলেন জিনপিং। উল্লেখ্য, গত ২৫ জুলাই প্রাক্তন বিদেশমন্ত্রী ওয়াং ই-কে (Wang Yi) বিদেশমন্ত্রকের দায়িত্বে ফিরিয়ে আনা হয়। সেই সময়ে চিনা প্রশাসনের তরফে বলা হয়েছিল, অসুস্থ হয়ে পড়েছেন কিন গ্যাং। যদিও পরে সরকারি নথিপত্র-সহ সমস্ত জায়গা থেকেই সরিয়ে নেওয়া হয় এই কথা। তারপর থেকেই চিনা প্রশাসন থেকে মুছে ফেলা হচ্ছে কিন গ্যাংয়ের অস্তিত্ব।

[আরও পড়ুন: পরিবারের মৃতপ্রায় সদস্যের সঙ্গে হিন্দিতে কথা, আমেরিকায় চাকরি গেল ভারতীয় বংশোদ্ভুতর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement