Advertisement
Advertisement

মার্কিন মুলুকে রমরমিয়ে বিকোচ্ছে ‘ট্র্যাম্প টয়লেট পেপার’

চিনের তৈরি বিশেষ ‘ট্র্যাম্প টয়লেট পেপার’ রমরমিয়ে বিক্রি হচ্ছে খোদ মার্কিন মুলুকেই৷ এমনকি, বাজার সমীক্ষায় জানা গিয়েছে, আমেরিকানরাই সবচেয়ে বেশি কিনছেন এই বিশেষ শৌচ সরঞ্জাম৷

China-made Trump toilet papers getting popular in US: report
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 6, 2016 2:11 pm
  • Updated:June 6, 2016 2:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে চিন-মার্কিন সম্পর্কে মধু কম, অম্লই বেশি৷ রাজনীতির এই ঠান্ডা লড়াইয়ের প্রভাব এবারে পড়ল শৌচাগারের অন্দরমহলেও৷ চিনের তৈরি বিশেষ ‘ট্র্যাম্প টয়লেট পেপার’ রমরমিয়ে বিক্রি হচ্ছে খোদ মার্কিন মুলুকেই৷ এমনকি, বাজার সমীক্ষায় জানা গিয়েছে, আমেরিকানরাই সবচেয়ে বেশি কিনছেন এই বিশেষ শৌচ সরঞ্জাম৷

আমেরিকার বেশ কয়েকটি চিনা কোম্পানি তৈরি করছে এই টয়লেট পেপার৷ যার কোনওটাতে ছাপা থাকছে ডোনাল্ড ট্রাম্পের হাসিমুখ, কোনওটায় আঙুল তুলে বক্তৃতা দেওয়ার ছবি, কোনওটায় আবার রয়েছে ‘পাউট’ পোজ দেওয়া ট্রাম্প৷ বিশেষ এই টয়লেট পেপারের জন্য স্লোগানও ঠিক করেছে প্রস্তুতকারক সংস্থাগুলি, ‘ডাম্প উইথ ট্রাম্প’৷

Advertisement

চিনের তৈরি এই টয়লেট পেপার বাজারে আসে ফ্রেব্রুয়ারি মাসে৷ ভারতীয় মুদ্রায় পাইকারি দাম প্রায় ২২ টাকা৷ ই-বে, আমাজন-এর মতো সাইটে মিলছে আরও কম দামে৷ ইতিমধ্যেই ৫০ জায়গা থেকে ৫ হাজার ট্রাম্প টয়লেট পেপারের অর্ডার চলে এসেছে এবং বুকিং করা বেশিরভাগ মানুষই মার্কিন বংশোদ্ভুত৷

প্রসঙ্গত, ক’দিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প অভিযোগ করেন, আমেরিকার সমস্ত চাকরি চুরি করে নিচ্ছে চিন৷ তারই জেরে এই ট্রাম্প টয়লেটের প্রবর্তন কিনা, এই প্রশ্ন তুলেছেন অনেকেই৷

The-Gags--Donald-Trump-Toilet-Paper-Funny-Novelty-Toilet-Paper-Jumbo-Roll-Twice-As-Big-As-Most-Other-Rolls-480-Sheets-Per-Roll-Funniest-Political-Gift-of-2016-DUMP-TRUMP-0

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement