Advertisement
Advertisement

ব্রহ্মপুত্র ইস্যুতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে ঢাল করতে চাইছে চিন

নেপালকেও ভারতের বিরুদ্ধে ঢাল করতে তাদের বেশ কিছু বাণিজ্যিক সুবিধাও দিয়েছে চিন৷

China looks to play Bangladesh against India, about Brahmaputra issue.

নেপালকেও ভারতের বিরুদ্ধে ঢাল করতে তাদের বেশ কিছু বাণিজ্যিক সুবিধাও দিয়েছে চিন৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 27, 2016 3:38 pm
  • Updated:June 17, 2020 7:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপাল পাকিস্তানের পর এবার ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে ঢাল করতে উঠে পড়ে লাগল চিন৷ ইস্যু ব্রহ্মপুত্র৷ ব্রহ্মপুত্রের জল নিয়ে ভারতের সঙ্গে ইচ্ছাকৃত সংঘর্ষ তৈরি করতে চাইছে চিন৷

প্রসঙ্গত, ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল তিব্বত৷ কৈলাস শৃঙ্গের কাছে জিমা ইয়ংজং হিমবাহে এর উৎপত্তি৷ তিব্বতের পশ্চিমাঞ্চলে এই নদ জাঙপো নামে প্রবাহিত হয়ে চিনে ঢুকেছে সিয়ং নামে৷ এরপর দিহাং নামে অসমের কুড়িগ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পৌঁছেছে বাংলাদেশের ময়মনসিং জেলায় পরে ভৈরববাজার হয়ে এটি মেঘনায় মিশেছে৷

Advertisement

তবে ব্রহ্মপুত্র নদ নিয়ে চিন-ভারতের দ্বন্দ্ব অবশ্য নতুন নয়৷ চিন ইকোনমিক করিডরের সঙ্গে যুক্ত সিল্ক রোড প্রোগ্রামও তৈরি করছে৷ যেটি চিনের সঙ্গে বাকি ইউরেশিয়ার সংযোগ স্থাপন করবে৷ তাতে ব্রহ্মপুত্রের ভূমিকা গুরুত্বপুর্ণ৷ তাই ব্রহ্মপুত্রের জলে অধিকার ফলাতে চাইছে তারা৷ যাতে সমস্যায় পড়তে পারে ভারত৷ কিছুদিন আগেই তিব্বতে ব্রহ্মপুত্রের উপর চিন যে বাঁধ তৈরি করেছে তার ঢাল নিচু করা হয়েছে৷ যাতে সমস্যায় পড়তে পারে ভারত৷ এদিকে চিনের সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমসে’ একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে৷ যাতে দাবি করা হয়েছে, ব্রহ্মপুত্রের উপর বাঁধ তৈরি করে সুবিধা নিতে চাইবে ভারত৷ অথচ এই নদের উপর বাংলাদেশেরও সমান অধিকার রয়েছে৷ এভাবেই চিন ব্রহ্মপুত্র ইস্যুতে বাংলাদেশকে উস্কানি দিতে চাইছে৷ এভাবেই শুধু তাই নয়, চিনের ওই সংবাদমাধ্যমে এও দাবি করা হয়েছে, চিনের উচিত সিল্ক রোডের স্বার্থে ব্রহ্মপুত্র নদের সুবিধা নেওয়া ৷

তবে শুধু বাংলাদেশই নয়, ভারতের আরও এক বন্ধু দেশ নেপালকেও ঢাল করতেও এর আগে পদক্ষেপ নিয়েছে চিন৷ সেজন্য নেপালকে বেশ কিছু বাণিজ্যিক সুবিধাও দিয়েছে তারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement